
জুলাই শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পের ব্যয় যথাযথ পদ্ধতি অনুসরণ করে ও সঠিকভাবে নির্ধারণ করা হয়েছে কি-না, তা যাচাইয়ে কমিটি গঠন করেছে সরকার।
সোমবার (২৭ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা-২ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. নাজমুল আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে মিরপুর সেকশন ১৪ তে নির্মিতব্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের বরাদ্দ যথাযথ হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন
অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, প্রো-ভাইস চ্যান্সেলর, বুয়েট (আহ্বায়ক), অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট (সদস্য), অধ্যাপক ড. মো. মাহবুব আলম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট (সদস্য), স্থপতি ড. আবু সাঈদ মোস্তফা আহমেদ, সভাপতি, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (সদস্য), প্রকৌশলী মো. আব্দুল্লাহ, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (সদস্য) ।
কমিটিকে প্রকল্পের ব্যয় যথাযথভাবে ব্যবহার হয়েছে কি না এবং বরাদ্দের সঠিকতা নিশ্চিত করা হয়েছে কি না, সে বিষয়ে সুস্পষ্ট মতামত দিতে বলা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সানজানা