
ইরান, রাশিয়া ও তুরস্কের পর এবার নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায় অন্তর্ভুক্ত হলো ইসরায়েল। দেশটির জাতীয় সন্ত্রাস দমন ও নিরাপত্তা সমন্বয়কারী সংস্থা NCTV (National Coordinator for Security and Counterterrorism) প্রকাশিত “রাষ্ট্রীয় হুমকির রিপোর্ট ২০২৫”–এ ইসরায়েলের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনটিতে জানানো হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ করে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করায় ইসরায়েলকে এই তালিকায় যুক্ত করা হয়েছে। NCTV মনে করে, এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি তৈরি করে, এবং বিদেশি হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের ঝুঁকি বাড়ায়।
এছাড়াও রিপোর্টে নেদারল্যান্ডসের ওপর সম্ভাব্য হুমকির একটি বিস্তৃত চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়—
-
অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে এমন বিদেশি রাষ্ট্রীয় কৌশল,
-
গুপ্তচরবৃত্তি ও সাইবার আক্রমণের আশঙ্কা,
-
এবং সামরিক হুমকি কিংবা বিদেশি প্রোপাগান্ডার মাধ্যমে অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
NCTV-এর বিশ্লেষণে ইসরায়েলের কার্যক্রমকে এই ধরনের হুমকির অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করা হয়েছে, যা পূর্বে রাশিয়া, ইরান ও তুরস্কের ক্ষেত্রেও করা হয়েছিল।
Jahan