
ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও গাজায় ফিলিস্তিনিদের অনাহারে ভোগার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জেরুজালেমে হোয়াইট হাউসের ফেইথ অফিসের প্রধান পাওলা হোয়াইটের সঙ্গে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন।
“ইসরায়েলকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন আমরা গাজায় ইচ্ছাকৃতভাবে অনাহারের অভিযান চালাচ্ছি। এটা একেবারে নির্লজ্জ মিথ্যা। গাজায় কোনো অনাহারের নীতি নেই, গাজায় কোনো অনাহার নেই,” দাবি করেন নেতানিয়াহু।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, শুধু এই মাসেই গাজায় অপুষ্টিজনিত কারণে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। ডব্লিউএইচও ও অন্যান্য ত্রাণ সংস্থা বলছে, গাজায় ত্রাণ সরবরাহে ইসরায়েলের অবরোধই এই সংকটের কারণ।
নেতানিয়াহু আবারও সেই প্রমাণহীন দাবি করেন যে, হামাস গাজায় মানবিক সহায়তা লুট করে। “হামাস এই ত্রাণ লুট করে, চুরি করে এবং তারপর ইসরায়েলের বিরুদ্ধে ত্রাণ না দেওয়ার অভিযোগ তোলে,” বলেন তিনি।
তিনি দাবি করেন, ত্রাণ সরবরাহের জন্য নিরাপদ করিডোর রয়েছে এবং জাতিসংঘকে “আর কোনো অজুহাত না খোঁজার” আহ্বান জানান।
তার এই বক্তব্য আসে এমন সময়ে, যখন গাজায় অনাহারের ব্যাপারে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়তে থাকায় ইসরায়েল কিছু সহায়তা নিষেধাজ্ঞা শিথিল করেছে। সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, কীভাবে গাজায় শিশুরা অনাহারে মারা যাচ্ছে, চিকিৎসকেরা না খেয়ে থাকার কারণে অচেতন হয়ে পড়ছেন, অথচ তারা অপুষ্ট রোগীদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
তথ্যসূত্র: সিএনএন
আবির