ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

পানির নিচে থিম পার্ক

দুবাই টাইমস

প্রকাশিত: ২৩:৩৮, ২৮ জুলাই ২০২৫

পানির নিচে থিম পার্ক

আবুধাবিতে তৈরি করা হয়েছে একটি থিম পার্ক

এমন একটি জায়গা তৈরি করা হয়েছে যেখানে গেলেও আপনার মনে হতে পারে আপনি যেন স্বর্গে চলে এসেছেন। জলের নিচে নেমে নিজেকে সেখানকার রাজা বলে মনে হতেই পারে।
আবুধাবিতে তৈরি করা হয়েছে একটি থিম পার্ক। সেখানে তৈরি করা হয়েছে জলের নিচে থাকার ব্যবস্থা। জলের নিচের প্রাণীরা আপনাকে দেখতে পারবে। আপনিও তাদের সঙ্গে অনেকটা সময় থাকতে পারবেন। নিজেকে তখন তাদেরই সদস্য বলে মনে হতে পারে।
হঠাৎ করে মনে হবে আপনি যেন সিনেমা দেখছেন। তবে এটি আসলে একটি বিরাট সাইজের অ্যাকোয়ারিয়াম। এখানে নামলেই আপনার মনে হবে আপনি সমুদ্রের নিচে চলে গিয়েছেন।

সামাজিক মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে অনেকেই এখানে যাওয়ার কথা ভাবছেন। এর নাম দেওয়া হয়েছে সি হাব। এখানে সহজেই নিচে নেমে আপনি নিজেকে স্বর্গের দেশে এসেছেন বলে মনে করতে পারবেন। মোট ৪৫ মিনিট ধরে চলবে এই জার্নি। সেখানে গিয়ে আর বেরিয়ে আসতে মন চাইবে না।
জলের নিচে রয়েছে নানা ধরনের মাছ। হাতের কাছে ঘুরছে নানা ধরনের হাঙর। এই ভিডিও দেখে কমেন্টে ভরে যাবে গোটা সামাজিক মাধ্যম। সকলেই নিজের নিজের মতামত লিখেছেন। 
তবে এই স্বর্গে ভ্রমণ করতে হলে পকেট থেকে কত টাকা খসবে এবার সেটিও জেনে নিন। আপনাকে দিতে হবে প্রায় ৩০ হাজার টাকা। তা হলেই আপনি এই টিকিট কিনতে পারবেন। পেতে পারেন নিজের জীবনের সেরা সময়। তাই যদি মনে করেন এই অভিজ্ঞতা নেবেন তা হলে সোজা চলে যেতেই পারেন আবুধাবি। -দুবাই টাইমস

প্যানেল হু

আরো পড়ুন  

×