
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত সড়কগুলোর করুণ অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অধিকাংশ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই সড়ক হয়ে পড়ে চলাচলের অনুপযুক্ত, প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
বিশেষ করে নড়িয়ার ভোজেশ্বর থেকে গোলারবাজার পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়কের অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ। অধিকাংশ স্থানে সৃষ্টি হয়েছে গভীর খানাখন্দ, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে।
জানা যায়, প্রায় তিন বছর আগে এক কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কার করা হয়েছিল। কিন্তু সংস্কারের মাত্র কয়েক মাসের মধ্যেই রাস্তার অবস্থা আবারও খারাপ হতে শুরু করে। তারা অভিযোগ করেন, নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ছিল এবং রাস্তার পাশে পুকুর খনন করেও সড়কের ক্ষতি করা হয়েছে।
স্থানীয়দের দাবি, যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করতে হবে। পাশাপাশি রাস্তার পাশে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
নড়িয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ মেহেদী হাসান বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। দ্রুত পুনর্নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
Jahan