
ছবি: সংগৃহীত।
তামিল অভিনেতা ও শেফ মধমপট্টি রঙ্গরাজ হঠাৎ বিয়ের ঘোষণা দিয়ে যেমন চমকে দিয়েছিলেন ভক্তদের, তার চেয়েও বড় চমক দিলেন স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে। বিয়ের মাত্র কয়েক ঘণ্টা পরই রঙ্গরাজের নববিবাহিতা স্ত্রী ও জনপ্রিয় স্টাইলিস্ট জয় ক্রিজিলদা ইনস্টাগ্রামে জানান, তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা!
রবিবার (২৭ জুলাই) নিজেদের বিয়ের ছবি পোস্ট করে সুখবর শেয়ার করেন এই নবদম্পতি। ছবিতে দেখা যায়, রঙ্গরাজ জয়কে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। ক্যাপশনে লেখা, "মিস্টার অ্যান্ড মিসেস রঙ্গরাজ", সঙ্গে ছিল #স্বামীস্ত্রী হ্যাশট্যাগ। এরপরই আরেকটি পোস্টে জয় জানান, “২০২৫ সালে আমাদের সন্তান আসছে। আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা।”
এই খবরে অনেকে অভিনন্দন জানালেও, নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা প্রশ্ন ও বিতর্ক। কারণ রঙ্গরাজের আগের স্ত্রী শ্রুতি রঙ্গরাজ দাবি করেছেন, তাদের আইনি বিচ্ছেদ এখনো হয়নি! শ্রুতি একজন আইনজীবী এবং রঙ্গরাজের সঙ্গে তার দুটি পুত্রসন্তান রয়েছে বলেও জানান তিনি।
তবে এত বিতর্ক ও আলোচনার মধ্যেও রঙ্গরাজ এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, ‘মেহেন্দি সার্কাস’ সিনেমার মাধ্যমে রঙ্গরাজের অভিষেক হয় এবং তিনি ‘পেঙ্গুইন’ ছবিতেও অভিনয় করেছেন। এখন রঙ্গরাজ-জয়ের হঠাৎ বিয়ে ও অনাগত সন্তানের খবর তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
নুসরাত