
মোশাররফ করিম ও সাফা
মোশাররফ করিম এবং সাফা কবিরের আগে বেশকিছু নাটকে একসঙ্গে কাজ করেছেন। সেসব নাটক বেশ দর্শকপ্রিয়তাও পেয়েছে। আর মোশাররফ করিম মানেই হাস্যরস ও অভিনয়ের জাদু। কমেডি নাটকের ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। এবার আরও একটি কমেডি নাটকে একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।
নাটকের নাম ‘পাগলু’। সেজান নূরের রচনা ও সালমান রহমান খানের পরিচালনায় সম্প্রতি এই নাটকটির শূটিং শেষ হয়েছে। নাটকটি নিয়ে সাফা কবির বলেন, গল্পটি দারুণ। যদিও এটি কমেডি ধাঁচের, তবে এর ভেতরে সামাজিক বার্তাও আছে। মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও অনেক কাজ করেছি। আশা করছি, এই নাটকেও আমাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে। ‘পাগলু’ নাটকের গল্প এমন-পাগলু (মোশাররফ করিম) বিয়ের উপযুক্ত হলেও পছন্দের মেয়ে না পাওয়ায় বিয়ে হচ্ছে না তার। মৃত্যুর আগে বাবার রেখে যাওয়া সম্পত্তি দিয়ে পাগলু গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ান।
একসময় পাশের গ্রামে নতুন শিক্ষিকা মায়া (সাফা কবির) আসেন। তাকে দেখে মুগ্ধ হয়ে পাগলু বিয়ের প্রস্তাব দেন। কিন্তু মায়ার পরিবার বেকার ছেলের প্রস্তাব ফিরিয়ে দেয়। মায়া, পাগলুকে সুযোগ দেন প্রতিষ্ঠিত হওয়ার জন্য। একটি নৈশ স্কুল প্রতিষ্ঠা করেন পাগলু যেখানে শিক্ষক হিসেবে যোগ দেন মায়া। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়।
মোশাররফ করিম ও সাফা কবির ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, জাবেদ গাজী প্রমুখ।
প্যানেল হু