ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

এমন কাণ্ড কেন ঘটালেন ‘সাইয়ারা’ ছবির নায়িকা অনীত?

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ১৮:২৭, ২৮ জুলাই ২০২৫

এমন কাণ্ড কেন ঘটালেন ‘সাইয়ারা’ ছবির নায়িকা অনীত?

সর্বত্র যাঁকে নিয়ে চর্চা, সেই ‘সাইয়ারা’ ছবির নায়িকা বছর দশেক আগেই নিজের ভ্রু উপড়ে ফেলেছিলেন। কিন্তু কেন এমন কাণ্ড ঘটান অভিনেত্রী?
 

এই মুহূর্তে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অনেকেই তাঁদের ভ্রু ও আঁখিপল্লব না রাখার দলে। কিন্তু অনীত পদ্দা অর্থাৎ ‘সাইয়ারা’ ছবির নায়িকা বছর দশেক আগেই নিজের ভ্রু উপড়ে ফেলেছিলেন। কিন্তু কেন এই প্রশ্ন ঘুরে ফেরে অনেকের মুখে।
 

সাইয়ারা’ ছবি দেখে মূর্ছা যাচ্ছেন এই প্রজন্মের দর্শক। অনেক দিন পরে নাকি বড় পর্দায় এমন প্রেমের আখ্যান দেখা গিয়েছে। এই ছবির নায়ক অহান পাণ্ডে ও নায়িকা অনীতকে নিয়ে বিস্তর চর্চা চলছে। অনীত নাকি বলিউডের গতে বাঁধা অভিনেত্রীদের তুলনায় অনেকটা আলাদা। একই ধরনের মুখের ভিড়ে অনীত অন্যরকম, মত দর্শকের। কাজল কালো চোখ, গোলাপি গাল, থাক থাক চুল, ঘন ভ্রু। তেমনই ঘন আঁখিপল্লবে বহু পুরুষের হৃদয়ে ঝড় তুলেছেন অনীত।
 

যদিও বছর দশেক আগে নিজেই নিজের ভ্রু উপড়ে ফেলেন অনীত। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার মনে আছে, আমাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠান চলছিল। এবং কোনও এক অদ্ভুত কারণে বাড়ি ফিরে এসে আমি আমার মুখের সমস্ত মেকআপ মুছতে শুরু করি। তখন আমি আমার উভয় ভ্রু কামিয়ে ফেলার এবং আটটি চোখের পাতা উপড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর আমার মা বাড়িতে এসে বলেন, এ বার তুমি স্কুলে যাবে কী ভাবে? চিন্তায় পড়ে যাই।
 

কিন্তু আমি মনে করি, হয়তো জানতাম এটাই নতুন যুগের ধারা। দশ বছর পরে, লোকেরা এখন আসলেই তাদের ভ্রু কামিয়ে ফেলছে, তাই হয়তো আমি সেই সময়ে কিছু একটা করতে চেয়েছিলাম। বলিউডে আত্মপ্রকাশ করার আগে ‘বিগ গার্ল ডোন’t ক্রাই’ নামে একটি সিরিজে কাজ করেন অভিনেত্রী।

আফরোজা

×