ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

গাজায় সহায়তা প্রবেশের অনুমতি ‘সমুদ্রে এক ফোঁটা পানি’ মাত্র: জাতিসংঘ

প্রকাশিত: ০০:৩৩, ২৯ জুলাই ২০২৫

গাজায় সহায়তা প্রবেশের অনুমতি ‘সমুদ্রে এক ফোঁটা পানি’ মাত্র: জাতিসংঘ

ছবি: সংগৃহীত

গাজায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছালেও প্রয়োজনীয় সহায়তা পৌঁছাতে এখনও বড় বাধা রয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে বলেন, ইসরায়েল সম্প্রতি গাজায় আরও ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও, সেটি এখনো ‘সমুদ্রে এক ফোঁটা পানি’ মাত্র। কঠোর বিধিনিষেধ ও বাধা-নিষেধের কারণে প্রাণরক্ষাকারী সহায়তা পৌঁছাতে পারছে না।

এদিকে, সোমবার (২৮ জুলাই) পর্যন্ত গাজায় খাবারের জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরায়েলি বাহিনীর ৭০টিরও বেশি হামলায় কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় পুষ্টিহীনতায় আরও ১৪ ফিলিস্তিনি মারা গেছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে নিউইয়র্কে একটি সম্মেলনের আয়োজন করেছে ফ্রান্স ও সৌদি আরব। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়া এই কূটনৈতিক উদ্যোগ আবারও সচল করার চেষ্টা চলছে।

ইসরায়েলের গাজা আগ্রাসনে এ পর্যন্ত ৫৯ হাজার ৭৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৪৪ হাজার ৪৭৭ জন আহত হয়েছেন। অপরদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০-র বেশি মানুষ জিম্মি হন।

 

সূত্র: আল জাজিরা।

রাকিব

×