ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

বাবা নায়ক জসীমের কবরে শায়িত রাতুল

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:২০, ২৮ জুলাই ২০২৫

বাবা নায়ক জসীমের কবরে শায়িত রাতুল

এ কে রাতুল

বাবা চিত্রনায়ক জসীমের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন সংগীতশিল্পী এ কে রাতুল। সোমবার সকালে দ্বিতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে ২৭ জুলাই, বাদ মাগরিব উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে রাতুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তাকে দাফনের পর কান্নায় ভেঙে পড়েন দুই ভাই এ কে সামী ও এ কে রাহুল। উপস্থিত আত্মীয়-স্বজন তাদের নিয়ন্ত্রণ করে বাসায় নিয়ে যান। পরে ফেসবুকে ছোট ভাইকে নিয়ে এ কে সামী লেখেন, আমি মাত্রই ছোট ভাইটাকে সমাহিত করে এলাম।

আরেক ভাই এ কে রাহুল ফেসবুকে রাতুলের একটি ছবি পোস্ট করে লেখেন, আমার ভাইটার বুকে আমার হাত। মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা গেছেন অভিনেতা জসীম। মৃত্যুর দুই যুগ পরও ভক্তদের কাছে বেশ জনপ্রিয়তা খলনায়ক থেকে নায়ক হওয়া জসীম। তার তিন পুত্র। তাদের মধ্যে মেজো রাতুল মাত্র ৩৬ বছর বয়সে ওন্ড ব্যান্ডের এই ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। 
২৭ জুলাই বিকেল সাড় ৩টার দিকে উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হৃদ্রোগে আক্রান্ত হন রাতুল। তাৎক্ষণিকভাবে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়েছিল।

প্যানেল হু

×