ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

“একদিন একা একা মরে যাব” বলিউডের গ্ল্যামারের আড়ালে নিঃসঙ্গতার কাহিনি

প্রকাশিত: ২৩:৪০, ২৮ জুলাই ২০২৫

“একদিন একা একা মরে যাব” বলিউডের গ্ল্যামারের আড়ালে নিঃসঙ্গতার কাহিনি

ছবি: সংগৃহীত

বলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। খ্যাতি, গ্ল্যামার আর রঙিন আলোয় ভরা এই ইন্ডাস্ট্রির পেছনে যে কতটা নিঃসঙ্গতা কাজ করে, তা এবার অকপটে স্বীকার করলেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

সম্প্রতি প্রকাশিত পুরনো এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক আবেগঘন অধ্যায় তুলে ধরেন তিনি। জানান, ২০০৫ সালে যখন তিনি বোস্টনে ছিলেন, তখন তার বাবা অশোক চোপড়া লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বাবার পাশে থাকার সেই সময়টুকু ছিল তার জীবনে একদিকে মানসিকভাবে ভীষণ কষ্টের, অন্যদিকে বলিউডের চূড়ায় অবস্থান করেও একাকিত্বে ভোগার সময়।

প্রিয়াঙ্কা বলেন, “বলিউডে আমার লক্ষাধিক পরিচিত মুখ আছে। কিন্তু এমন একজনও বন্ধু নেই যাকে রাতে ফোন করে মন খুলে কথা বলতে পারি।”

খ্যাতি যত বেড়েছে, একাকিত্ব ততই গভীর হয়েছে বলে জানান এই আন্তর্জাতিক তারকা।

“এই ইন্ডাস্ট্রিতে যত উপরে উঠবেন, তত বেশি একা লাগবে। মাঝে মাঝে মনে হতো, হয়তো একদিন একা একা মরে যাব। পাশে কেউ থাকবে না।”

তিনি আরও বলেন, অনেকেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখে না, যার ফলে সম্পর্কগুলো আরও কঠিন হয়ে পড়ে।

বর্তমানে স্বামী নিক জোনাস ও কন্যা মালতির সঙ্গে লস অ্যাঞ্জেলেসে বসবাস করলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ এখনো ভারতে পড়ে আছে। হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করলেও, নিজের শিকড় ভুলে যাননি তিনি।

শেখ ফরিদ 

×