
আবু সাইদ খান, তাজবীহ সা’দ, বাহারুল ইসলাম হিরাসহ আরও অনেকে
আজিজ হাকিমের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জুলাই ৩০৩’। চলচ্চিত্রটির গল্প লিখেছেন কবি ইসলাম তরিক। সিয়াম আবদুল্লাহর প্রযোজনায় বৃত্ত ফিল্ম ইউটিউব চ্যানেলে মুক্তিপ্রাপ্ত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জুলাই অভ্যুত্থানের সাধারণ মানুষের অংশগ্রহণ ও ত্যাগের কথা উঠে এসেছে। একইসঙ্গে জুলাইয়ের বেশ কয়েকটি আইকনিক দৃশ্যের রিমেক করা হয়েছে। ৩৭ মিনিট দৈর্ঘ্যরে এই চলচ্চিত্রে দেশভিত্তিক একটি গানও রয়েছে।
গানের সুর করেছেন শেখ মুহাম্মদ ওয়ালিউল্লাহ, কণ্ঠ দিয়েছেন তাসনিম আলম। এতে অভিনয় করেছেন আবু সাইদ খান, তাজবীহ সা’দ, বাহারুল ইসলাম হিরাসহ ঐতিহ্য ও শীতলক্ষ্যা সাহিত্য সাংস্কৃতিক সংসদের একঝাঁক অভিনয় শিল্পী। চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা বলেন, যেখানে অন্যায়, সেখানেই জুলাই। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলুপ্ত হয়েছে। তাদের দেড় দশকের দুঃশাসনের গল্পগুলো তুলে ধরা প্রয়োজন। সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের সবাই জুলাই নিয়ে কাজ করবে, এই প্রত্যাশা রাখি।
যদিও এই এক বছরে এখন পর্যন্ত সরকারসহ কারও পক্ষ থেকেই জুলাই নিয়ে কোনো ফিকশন নির্মিত হয়নি। চলচ্চিত্রের কমেন্টবক্সে বায়েজিদ নামে একজন বলেন, ফিল্মটি সত্যিই হৃদয়ছোঁয়া। জুলাই বিপ্লবকে ধারণ করা অবশ্যই মাত্র একটি চলচ্চিত্রের পক্ষে সম্ভব না। যতটুকু পাওয়া গেছে তাতে অনেকটা উঠে এসেছে।
প্যানেল হু