ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

এবার খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিল ইসরায়েল

প্রকাশিত: ১৬:১৩, ২৮ জুলাই ২০২৫

এবার খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিল ইসরায়েল

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুনে যেন আরেকবার ঘি ঢালল ইসরায়েল। এবার তারা প্রকাশ্যেই হত্যার হুমকি দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে!

রোববার (২৭ জুলাই) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দেন, “আমাদের হাত এবার আরও দীর্ঘ হবে। তেহরান পর্যন্ত পৌঁছাবে। আগের চেয়ে বেশি শক্তি নিয়ে ফিরবো। এবং এবার টার্গেট হবেন আপনি—খামেনি!”

তেলআবিবের দক্ষিণাঞ্চলীয় রামন বিমান ঘাঁটি থেকে এই বিস্ফোরক বক্তব্য দেন তিনি। তাতে সরাসরি ইরানে নতুন করে ভয়াবহ হামলার হুমকিও শোনা যায়।

এইবার ‘ব্যক্তিগতভাবে’ খামেনি হবেন টার্গেট!

কাটজের হুমকি ছিল স্পষ্ট, সরাসরি ও ব্যক্তিগত। তিনি বলেন— “আমি স্বৈরাচারী খামেনিকে একটি বার্তা দিতে চাই: আপনি যদি ইসরায়েলকে হুমকি দেওয়া বন্ধ না করেন, তবে আমরা তেহরানেও আঘাত হানব, এবং এবার আপনি নিজেই আমাদের লক্ষ্য হবেন।”

এ হুমকির প্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। তবে বিশ্লেষকরা বলছেন, এটি শুধুই কথার হুমকি নয়—বরং একটি গোপন যুদ্ধের ইঙ্গিত।

এর আগেও গত ১৩ জুন, ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। টানা ১২ দিন ধরে চলা সেই সংঘাতে ইরানের বহু শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ ৭০০-এরও বেশি মানুষ নিহত হন।

তবে এবার যেভাবে সরাসরি ইরানের সর্বোচ্চ নেতাকেই টার্গেট করা হয়েছে, তা নজিরবিহীন।

নুসরাত

×