ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

প্রকাশিত: ১৭:৪৩, ২৮ জুলাই ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

ছবি: সংগৃহীত।

ভোলার চরফ্যাশনের চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে অনশন করছে এক কিশোরী। সে দাবি করছে, প্রেমিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিল, কিন্তু এখন সে যোগাযোগ বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, কিশোরীটি ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিল এবং সহসমন্বয়ক পদে দায়িত্ব পালন করেছে। তার প্রেমিকও ছিল একই আন্দোলনের সক্রিয় কর্মী এবং বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের একজন সাবেক নেতাকর্মী বলে অভিযোগ।

অনশনরত কিশোরীর ভাষ্য অনুযায়ী, এসএসসি পরীক্ষায় অংশ নিলেও ব্যবহারিক পরীক্ষা দিতে না পারায় সে অকৃতকার্য হয়েছে। প্রেমিকের সঙ্গে সম্পর্কের কথা জানিয়ে সে জানায়, তাদের মধ্যে দীর্ঘদিন বন্ধুত্ব ছিল যা ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। সম্পর্ক চলাকালে প্রেমিক তার সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতাও গড়ে তোলে।

কিশোরীর অভিযোগ, বিয়ের কথা বললেই এখন প্রেমিক যোগাযোগ বিচ্ছিন্ন করে তার দায় এড়িয়ে যাচ্ছে। আর তাই ন্যায়বিচারের আশায় সে অনশনের পথ বেছে নিয়েছে।

এদিকে অভিযুক্ত কিশোরের পরিবার জানিয়েছে, তাদের ছেলে সম্পূর্ণ নির্দোষ। তারা কিশোরীর অভিযোগ অস্বীকার করে বলেন, 'সব মিথ্যা গল্প বানিয়ে আমাদের ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।'

নুসরাত

×