ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করেছে ইরানের ক্ষেপণাস্ত্র

প্রকাশিত: ১২:৩৮, ২৮ জুলাই ২০২৫

বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করেছে ইরানের ক্ষেপণাস্ত্র

ইরানের ক্ষেপণাস্ত্র

ইসরায়েলের বিরুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র বিশ্বের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে টার্গেটে পৌঁছেছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি।

কোম শহরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধের প্রথম রাতেই গুরুত্বপূর্ণ কয়েকজন কমান্ডার নিহত হলেও ইরানের মহাকাশ বাহিনী পশ্চিমা বিশ্ব নির্মিত প্রতিরক্ষা ব্যবস্থার বাধা অতিক্রম করে দখলকৃত ভূখণ্ডের গভীরে সুনির্দিষ্টভাবে আঘাত হানে।

জেনারেল শেকারচি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সের তৈরি শত শত যুদ্ধবিমান, উন্নত রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ১২০০ কিলোমিটার জুড়ে মোতায়েন ছিল। কিন্তু এসব প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে ইরানের ক্ষেপণাস্ত্র উত্তরের সীমান্ত থেকে শুরু করে দক্ষিণ পর্যন্ত নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়েছে।

তার ভাষায়, ইহুদিবাদী সরকার এক সপ্তাহের মধ্যে ইরানের অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে মার্কিন সমর্থন ও জার্মানি, ইংল্যান্ড ও ফ্রান্সের উন্নত অস্ত্র ব্যবহারের মাধ্যমে ইরানি সামরিক নেতৃত্বকে হত্যার পথ নেয় এবং এর মাধ্যমে দেশকে বিভক্ত করার কৌশল গ্রহণ করে। যুদ্ধের সপ্তম দিনে, ইসরায়েল যখন পরাজয়ের মুখে পড়ে, তখন তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার অনুরোধ জানায়। কিন্তু সামরিক শক্তি সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করেও তারা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়।

তিনি আরও বলেন, নবম দিনে এসে ইসরায়েল কার্যত যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। গোয়েন্দা ও সামরিক শক্তি সম্পূর্ণরূপে ব্যবহার করেও তারা ইরানি বাহিনীর প্রতিক্রিয়ার মুখে দাঁড়াতে পারেনি।

জেনারেল শেকারচির মন্তব্য, গত ৭০ বছরে কখনো আশ্রয় নিতে বাধ্য না হওয়া ইসরায়েলি সেনারা এবার আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়। 

সূত্র: মেহর নিউজ

তাসমিম

×