
ছবি: দৈনিক জনকন্ঠ।
পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের গৃহীত ১০ লাখ গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নিলেন দুই সচিব ও বিভাগীয় কমিশনার। সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ফেরসাডাঙ্গী ব্রিজের পাশে বিকেলে এই কর্মসূচির উদ্বোধন করেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
এসময় সমন্বয় ও সংস্করণ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভীন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত ফারজানা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামসহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ শেষে প্রধান অতিথি ফুলের গাছ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এছাড়া এসময় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউটস সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সেখানে প্রায় ১০ হাজার ফলদ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কাজে অংশ নেন।
এসময় প্রধান অতিথি বলেন, শুধু পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা নয় এ পৃথিবীতে বাসযোগ্য করতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিকের উচিত বৃক্ষরোপণে দায়িত্বশীল ভূমিকা রাখা।
এদিকে, জেলায় ১০ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১০ কিলোমিটার সড়কের দুইধারে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উপজেলার সাগুনি এলাকার পাকা সড়কে চারা রোপণ কাজের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।
মিরাজ খান