ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

প্রবল বর্ষণে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, শহরের বিভিন্ন স্থানে পাহাড়ধস

নিজস্ব সংবাদদাতা, রাঙামাটি

প্রকাশিত: ১৯:০১, ২৮ জুলাই ২০২৫

প্রবল বর্ষণে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, শহরের বিভিন্ন স্থানে পাহাড়ধস

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা দুইদিনের ভারী বর্ষণে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে সোমবারের ভারী বর্ষণে রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

এলজিইডির নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফি জানান, পাহাড়ধসে পড়া মাটি তারা দ্রুত সরিয়ে ফেলেছেন। এছাড়া শহরের জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ড এলাকায় কয়েক স্থানে সড়কের মাটিও ধসে পড়েছে।


ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু ও জুরাইছড়ি এলাকার নিমাঞ্চল পানিতে তলিয়ে গেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, “বাঘাইছড়ি উপজেলার কিছু এলাকায় পানি উঠেছে। বৃষ্টি থামার পর পানি নামতে শুরু করেছে। তবে কিছু নিচু এলাকায় এখনো পানি রয়ে গেছে।”


এদিকে কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, “বৃষ্টির কারণে কাপ্তাই লেকে পানির উচ্চতা বেড়ে ১০৪.৭১ এমএসএল (MSL) হয়েছে।”

লেকের পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী এলাকায় আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষক নয়ন কুমার।
 

শেখ ফরিদ 

×