
ছবি: দৈনিক জনকন্ঠ।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ মঙ্গলবার গাজীপুরে অনুষ্ঠিত হবে। বিচার, সংস্কার, গণ পরিষদ নির্বাচন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করছে এনসিপি। এ উপলক্ষ্যে সোমবার (২৮ জুলাই) দুপুরে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
সংবাদে সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলি নাসের খান। বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ্ আল মুহিম।
অ্যাডভোকেট আলি নাসের খান বলেন, ২৯ জুলাই সকালে টাঙ্গাইলে পদযাত্রা অনুষ্ঠিত। পরে সংগঠকেরা গাজীপুরের কালিয়াকৈর, মাওনা চান্দনা চৌরাস্তা হয়ে জয়দেবপুর রাজবাড়ি মাঠে মিলিত হবেন। পরে বিকেল ৫টার দিকে পথসভা অনুষ্ঠিত হবে। পথ সভায় জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবী ও এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। সভায় লাখো লোকের সমাগম হবে বলে আমাদের প্রত্যাশা ।
পদযাত্রা ও সভার নিরাপত্তা নিয়ে আলী নাসের বলেন, আওয়ামী লীগ এখন ডেড ইস্যু এবং ডাইনোসরে রূপ নিয়েছে। তাদের পক্ষ থেকে কোনো বড় ধরনের থ্রেট নেই। পুলিশ ও গোয়েন্দা সংস্থা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে বলেও তিনি জানান।
বক্তারা বলেন, “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কেবল একটি কর্মসূচি নয়, এটি একটি নবজাগরণের বার্তা। ৭১-এর অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে নতুন প্রজন্মকে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র উপহার দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মহসিন উদ্দিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সাবেক আহ্বায়ক নাবিল আল ওয়ালিদসহ জেলায় কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মিরাজ খান