ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

ইরান উন্মোচন করল ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যর্থ হাইব্রিড যুদ্ধের নেপথ্যের চক্রান্ত

প্রকাশিত: ১৮:১১, ২৮ জুলাই ২০২৫; আপডেট: ১৮:১২, ২৮ জুলাই ২০২৫

ইরান উন্মোচন করল ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যর্থ হাইব্রিড যুদ্ধের নেপথ্যের চক্রান্ত

ছবিঃ সংগৃহীত

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সম্প্রতি একটি বিশদ বিবৃতি প্রকাশ করেছে, যেখানে তারা যুক্তরাষ্ট্র, সায়োনিস্ট ইসরায়েল এবং তাদের আঞ্চলিক দোসরদের সমন্বয়ে পরিচালিত ১২ দিনের একটি ব্যর্থ সমন্বিত যুদ্ধের নেপথ্যের চক্রান্ত উন্মোচন করেছে। এই যুদ্ধের লক্ষ্য ছিল ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অস্থিতিশীল করা ও খণ্ড-বিখণ্ড করা।

গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, ২৩ জুন থেকে শুরু হওয়া এই আগ্রাসন ছিল একটি পূর্ণমাত্রিক ও পূর্বপরিকল্পিত যুদ্ধ। বিবৃতিতে শহিদ বেসামরিক নাগরিক, সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও অজ্ঞাত গোয়েন্দা কর্মকর্তাদের স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একইসঙ্গে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর প্রতি অবিচল আনুগত্য পুনর্ব্যক্ত করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, এই চক্রান্তে পশ্চিমা গোয়েন্দা সংস্থা, জায়নিস্ট কর্পোরেশন, ইউরোপীয় মিত্র, এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো অংশ নিয়েছিল। তারা মিলিটারি, সাইবার, গোয়েন্দা, মানসিক, এবং অভ্যন্তরীণ অস্থিরতার মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে এবং ইসলামী শাসনব্যবস্থা ভেঙে ফেলার অপচেষ্টা চালায়।

এই চক্রান্তে ব্যবহার করা হয়েছিল ভুয়া কূটনৈতিক আলোচনা, আন্তর্জাতিক সংগঠনের অপব্যবহার, IAEA-র অবৈধ প্রস্তাব, মিডিয়া প্রোপাগান্ডা, এবং সেন্টকম, পেন্টাগন ও ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে চালানো গোয়েন্দা ও স্যাটেলাইট হামলা।

তবে মন্ত্রণালয় জানিয়েছে, ইরানিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং খামেনেয়ীর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনীর দৃঢ়তা এই হাইব্রিড যুদ্ধ ব্যর্থ করে দেয়। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ভ্রান্ত তথ্য ও বিশ্লেষণের ওপর নির্ভর করায় তারা ইরানের সক্ষমতা ও প্রতিরোধ শক্তিকে ভুলভাবে মূল্যায়ন করেছিল।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসরায়েলি গোয়েন্দারা ইরানী কর্মকর্তাদের হত্যাচেষ্টা, অবকাঠামোতে নাশকতা, দাঙ্গা উসকে দেওয়া, এবং দেশে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসী ও রাজতান্ত্রিক গোষ্ঠীগুলোকে সক্রিয় করার চেষ্টা চালিয়েছিল।

ইরানের গোয়েন্দারা সরাসরি দখলকৃত ফিলিস্তিনে সাইবার ও গুপ্তচর অভিযানে যুক্ত ছিল এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থায় প্রবেশ করতে সক্ষম হয়। যদিও কিছু ইসরায়েলি গুপ্তচর ধরা পড়ে, তবে বেশিরভাগ গুরুত্বপূর্ণ মিশন এখনো সক্রিয় ও অপ্রকাশিত রয়েছে বলে জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, সায়োনিস্ট শিবিরের সামরিক ও নিরাপত্তা স্তরের ভেতর থেকে তথ্যদাতা নিয়োগ করে অভিযানের ভিডিও ও নথিপত্র সংগ্রহ এবং যাচাই করা হয়েছে। এসব অপারেশনে ইরানের সশস্ত্র বাহিনীর হাতে পৌঁছায় পারমাণবিক, প্রতিরক্ষা ও অর্থনৈতিক খাত সংক্রান্ত গোপন তথ্য।

মন্ত্রণালয় জানায়, মোসাদ-সম্পৃক্ত ২০ জনেরও বেশি অপারেটিভকে গ্রেফতার করা হয়েছে, যাদের মাধ্যমে নাশকতা ও হত্যাচেষ্টার বহু পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তের উভয় দিকে ব্যাপক অস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে RPG, হেভি মেশিনগান, যুদ্ধাস্তরমানের বিস্ফোরক এবং মার্কিন M4 ও M16 রাইফেল।

মার্কিন-ইসরায়েলি ঘাঁটির পরিকল্পনার অংশ হিসেবে দেশি-বিদেশি সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়। এসব অপচেষ্টা রুখে দিতে ডায়াশ (আইএস) সদস্য ও ভাড়াটে সন্ত্রাসীদের গ্রেফতার, অস্ত্র জব্দ এবং সীমান্ত অনুপ্রবেশ ঠেকানো হয়েছে।

এছাড়া, অপারেশন চলাকালে দেশে একটি পুতুল সরকার বসাতে পলাতক রাজপুত্র রেজা পাহলভীকে ব্যবহার করার পরিকল্পনাও ব্যর্থ করে দেয় ইরানি গোয়েন্দারা। এই সরকার প্রতিষ্ঠার জন্য সশস্ত্র দল পাঠানোর পরিকল্পনাও বানচাল করা হয়।

বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের ছদ্মবেশে পরিচালিত প্রোপাগান্ডা এবং ডিজিটাল মুদ্রার মাধ্যমে অর্থলগ্নি করে নাশকতায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। সায়োনিস্টদের সাইবার হামলা প্রতিহত করে গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করা হয়েছে এবং তাদের চালিত অনলাইন নেটওয়ার্কগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

গোয়েন্দা মন্ত্রণালয় আরও জানায়, আন্তর্জাতিক নম্বর ব্যবহার করে মোসাদ অপারেটিভরা দেশের ভিতরে বিভ্রান্তি, ভয়, এবং দেশত্যাগে উৎসাহিত করার জন্য যাদের লক্ষ্যবস্তু করেছিল, তারা সকলেই সচেতনতার মাধ্যমে এসব ফাঁদে পা দেয়নি।

পরিশেষে, মন্ত্রণালয় জানায়, এই সাঢ়গ্রাহী ও জটিল ষড়যন্ত্র সত্ত্বেও জাতির নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হয়নি। জনগণের সচেতনতা ও নিরাপত্তা বাহিনীর প্রতিরোধে শত্রুর পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

গোয়েন্দা মন্ত্রণালয় বলেছে, ভবিষ্যতেও এমন যেকোনো হুমকির মোকাবেলায় ইরানের নিরাপত্তা বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে।

সূত্রঃ তাস্নিম নিউজ এজেন্সি

ইমরান

×