ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন শহীদ আবু সাঈদের বাবা

শাকিল আহমেদ, রংপুর 

প্রকাশিত: ১৮:৪১, ২৮ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৪২, ২৮ জুলাই ২০২৫

জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন শহীদ আবু সাঈদের বাবা

ছবি: জনকণ্ঠ

রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাবা মকবুল হোসেন।

সোমাবার (২৮ জুলাই) বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রংপুরের ৮ উপজেলার ৮টি ফুটবল দল অংশগ্রহণ করেন। এর আগে রবিবার ২৭ জুলাই বিকেলে রংপুর স্টেডিয়ামে লোগো উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

এসময় প্রথান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। তিনি বলেন, ২০০৫ সালে এই মাঠে টুর্নামেন্ট হয়েছিলো। দীর্ঘ ২০ বছর পরে নতুন আঙ্গিকে ফিরে এসেছে। নতুন পরিবেশে ফিরে এসেছর দ্বিতীয় স্বাধীনতার অর্জনের মধ্য দিয়ে, আবু সাঈদদের রক্তের বিনিময়ে মধ্য দিয়ে। আমাদের এই খেলা অব্যহত থাকবে। বর্তমানে যিনি দেশকে নেতৃত্ব দিচ্ছে তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্র নায়ক। ওনার হাত ধরে রাষ্ট্র অনেক দূর এগিয়ে গেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি শাহ মমতাজুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিস্যান্স) নরেশ চাকমা, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ রেজোয়ান, তৌহিদুর রহমান, ফারহান তানভীর ফাহিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমতিয়াজ আহমেদ ইমতি, ইমরান হোসনেসহ সরকারী ও রাজনীতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার এ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন রংপুর সদর উপজেলা দল বনাম কাউনিয়া উপজেলা দল।

জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, মাদক, সন্ত্রাস থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। চব্বিশের চেতনাকে ধারণ করে জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ টুর্নামেন্টের মাধ্যমে ইউনিয়ন-উপজেলা থেকে প্রতিভাবান খেলোয়াররা উঠে আসবে এবং তারা আগামীতে জাতীয় ফুটবল দলে অবদান রাখতে পারবে।

তিনি আরও বলেন, শুধু ফুটবল নয়, ক্রিকেট ভলিবল বাস্কেটবল এবং সাঁতার খেলা আমরা ক্যালেন্ডার করছি। আমাদের যে ক্রিয়া কমিটি আছে এগুলো ক্যালেন্ডার করছে প্রতি বছরে এই খেলাগুলো হবে। সেই উদ্দেশ্যে আমরা কাজ শুরু করেছি।

আবির

×