
ছবি: জনকণ্ঠ
বগুড়ার শেরপুরে একাধিক রাজনৈতিক মামলার আসামি ও শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শুভ ইমরানকে গ্রেফতারের পর থানা চত্বর থেকে আদালতে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা জুতা ও ডিম নিক্ষেপ করেছে।
পুলিশ জানায়, রবিবার (২৭ জুলাই) দিবাগত রাতে রাজধানীর আশুলিয়া থেকে বিশেষ অভিযানে শুভ ইমরানকে গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) মো. তোফাজ্জল হোসেন। বিষয়টি নিশ্চিত করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনউদ্দিন।
শুভ ইমরান বগুড়ার শেরপুর উপজেলার উলিপুর নতুনপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি শেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। থানা সূত্রে জানা গেছে, শুভ বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে সহিংসতা, হামলা ও চাঁদাবাজিসহ অন্তত চারটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে।
গ্রেফতারের পর সোমবার (২৮ জুলাই) সকালে তাকে থানায় আনা হলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। দুপুরে আদালতে নেওয়ার সময় থানা চত্বরে উত্তেজিত জনতা শুভ ইমরানকে বহনকারী পুলিশ ভ্যানে জুতা ও ডিম নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাড়তি নিরাপত্তা গ্রহণ করে। স্থানীয়রা জানান, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তার গ্রেফতার এবং জনতার প্রতিক্রিয়া এই দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করছেন সচেতন মহল।
শেরপুর থানার ওসি এসএম মঈনউদ্দিন বলেন, আসামি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। জনগণের প্রতিক্রিয়ায় আমরা বাড়তি সতর্কতা নিয়েছি।
আবির