ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

দেনমোহর সর্বনিম্ন কত টাকা নির্ধারণ করা যায়?

প্রকাশিত: ১৫:০৫, ২৮ জুলাই ২০২৫

দেনমোহর সর্বনিম্ন কত টাকা নির্ধারণ করা যায়?

ছবি: সংগৃহীত।

বিয়ে ইসলামে একটি পবিত্র ও বৈধ সম্পর্ক, আর এই সম্পর্কের অন্যতম প্রধান শর্ত হলো দেনমোহর। এটি কেবল আনুষ্ঠানিকতার অংশ নয়, বরং ইসলামী শরিয়তে স্ত্রীকে সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ অধিকার। দেনমোহর নির্ধারণ ও পরিশোধ করা স্বামীর দায়িত্ব এবং এটি বাধ্যতামূলক।

দেনমোহরের মূল লক্ষ্য স্ত্রীকে সম্মান, মর্যাদা ও উপহার দেওয়া। এটিকে খুব অল্প বা খুব বেশি নির্ধারণ করা ঠিক নয়।

  • খুব কম হলে নারীর মর্যাদা ক্ষুণ্ন হয়।

  • আবার অতিরিক্ত মোহর ধার্য করলে তা বাস্তবে পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে পড়ে।

  • অনেক পরিবার বেশি মোহর নির্ধারণ করে বিচ্ছেদ ঠেকাতে চাইলেও—এটি শরিয়তের দৃষ্টিতে সঠিক যুক্তি নয়।

দেনমোহর ছাড়া বিয়ে?

অনেকেই উদারতা দেখাতে গিয়ে দেনমোহর ছাড়াই বিয়ে করেন। এটি ইসলামি শরিয়তের দৃষ্টিতে অবৈধ। মোহর ছাড়া বিয়ে কখনোই পূর্ণাঙ্গ হয় না।

সর্বনিম্ন দেনমোহরের পরিমাণ

মোহরের সর্বোচ্চ পরিমাণ নির্ধারিত নয়। তবে সর্বনিম্ন পরিমাণ নির্ধারিত। সর্বনিম্ন পরিমাণের কমে মোহর ধার্য করা যাবে না। অনেকে নিজেকে খুব বেশি উদার প্রমাণ করার জন্য মোহর ছাড়াই বিয়ে করেন। এটা খামখেয়ালিপনা। ইসলামি শরিয়তের বিধান হলো- বিয়েতে সর্বনিম্ন মোহর ১০ দিরহাম। অর্থাৎ ৩০.৬১৮ গ্রাম রুপা। ১০ দিরহামের কম পরিমাণ মোহর নির্ধারণে স্ত্রী রাজি হলেও তা শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে না।

নবীজি সাল্লাহল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

“১০ দিরহামের কম কোনো মোহর নেই। বায়হাকি শরিফ: ৭/২৪০)। বাজারের তারতম্যের ভিত্তিতে পৌনে তিন ভরি খাঁটি রুপার মূল্য যখন যে হারে হয়- মোহরের সর্বনিম্ন মূল্যও তখন তা হবে। স্ত্রীর বংশ ও তার সমমানের নারীদের মোহরের পরিমাণ বিবেচনা করাও উচিত। (বাদায়েউস সানায়ে : ২য় খণ্ড, ২৭৫ পৃষ্ঠা)।”

নুসরাত

×