ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

নতুন ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

প্রকাশিত: ২১:৩৩, ২৮ জুলাই ২০২৫

নতুন ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

বিশ্ব রাজনীতির কেন্দ্রে বড় এক পালাবদলের আভাস মিলেছে সম্প্রতি চীনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে। সেখানে ইরান পশ্চিমা প্রভাবিত নিরাপত্তা কাঠামো থেকে সরে আসার ঘোষণা দিয়ে একটি নতুন বহুপাক্ষিক ইউরেশিয় জোট গঠনের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এসসিও এখন ন্যাটোর বিকল্প হিসেবে উঠে আসার সম্ভাবনা জাগাচ্ছে।

চলতি বছরের জুলাইয়ে চীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এসসিও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ইরান জানায়, তারা আর একতরফাভাবে পশ্চিমা নিরাপত্তা কাঠামোর অংশ হতে চায় না। বরং চীন, রাশিয়া, ভারত, পাকিস্তানসহ বৃহৎ ইউরেশিয় শক্তিগুলোর সমন্বয়ে একটি কৌশলগত ও প্রতিরোধমূলক নিরাপত্তা প্ল্যাটফর্ম গঠনে তারা আগ্রহী।

চীনের এই সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংসহ ভারতের ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বিশেষ গুরুত্ব পায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক, যেখানে পারমাণবিক ইস্যু ও কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

আরাকচি তার বক্তব্যে জাতিসংঘ সনদের আইনি ধারা তুলে ধরে পশ্চিমা হস্তক্ষেপ ও একতরফা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেন এবং এসসিওকে একটি পূর্ণাঙ্গ ও সংগঠিত নিরাপত্তা জোটে রূপান্তরের আহ্বান জানান। তিনি আরও প্রস্তাব করেন—

  • যৌথ নিরাপত্তা কাঠামো গঠন (বহিরাগত হামলা বা সন্ত্রাস মোকাবেলায়)

  • সাংহাই স্যাংশন রেজিস্টেন্স সেন্টার, একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ

  • সাংহাই সিকিউরিটি ফোরাম, গোয়েন্দা ও প্রতিরক্ষা সহযোগিতার জন্য

  • গোপন ষড়যন্ত্র মোকাবেলায় সমন্বয় প্ল্যাটফর্ম

বিশ্লেষকদের মতে, এসব প্রস্তাব কেবল নীতিগত নয়, বরং একটি নতুন নিরাপত্তা দর্শনের সূচনা।

এসসিও-তে ভারত, চীন, পাকিস্তানের মত প্রতিদ্বন্দ্বী দেশগুলোর একত্রে থাকা এই জোটকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর চেয়ে ভিন্ন করে তুলছে। এখানে রয়েছে নমনীয়তা, রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব রক্ষা, এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি।

এই ভূমিকায় ইরানকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়াও এসেছে দ্রুত। সম্মেলনের পরপরই ইউরোপীয় ইউনিয়ন ইরানের আটজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে। তবে একই সময়ে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়াকে বিশ্লেষকরা রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।

বিশ্ব রাজনীতিতে ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা এই এসসিও যদি ইরানের প্রস্তাব বাস্তবায়নে এগিয়ে আসে, তাহলে ২১ শতকের প্রথম কার্যকর বহুপাক্ষিক নিরাপত্তা জোটের জন্ম হতে পারে, যা চলবে না কোনো একক শক্তির ছায়ায়, বরং গঠিত হবে নিজস্ব শর্ত ও সমতার ভিত্তিতে একটি নতুন আন্তর্জাতিক নিয়মতন্ত্রের মাধ্যমে।

Jahan

আরো পড়ুন  

×