
ছবি: সংগৃহীত
সালাত—এটি নিছক কিছু শব্দের পুনরাবৃত্তি নয়, এটি কোনো আনুষ্ঠানিকতা বা দৈনন্দিন সময়পঞ্জির একটা রুটিনও নয়। সালাত আসলে হৃদয়ের একটি আর্তনাদ, অন্তরের একটি নিবেদন, প্রভুর প্রতি একান্ত আত্মসমর্পণ। এটি এক বিশ্ব-সত্যের আহ্বান—আল্লাহর দরবারে দাঁড়ানো, যেখানে মানুষ তার সমস্ত অহং, ক্লান্তি, দুঃখ, আনন্দ এবং আশা নিয়ে নিজেকে সিজদায় বিলীন করে দেয়।
কিন্তু আজকের বাস্তবতায় দাঁড়িয়ে আমাদের উচিত একবার গভীরভাবে আত্মজিজ্ঞাসা করা—আমরা কি সত্যিকার অর্থে সালাত আদায় করছি? নাকি কেবল এক আনুষ্ঠানিকতা পালন করছি? আমাদের সালাত কি সেই প্রভুর সন্তুষ্টি অর্জনের সোপান, না কি কেবল দায়সারাভাবে কিছু আয়াত উচ্চারণের নাম?
একটু থামুন। ভেবে দেখুন—এই অল্প জীবনে কতবার আপনি সেই রণক্ষেত্রে পরাজিত হয়েছেন, যার নাম সালাত?
কতবার আপনি দাঁড়িয়েছেন ক্বিবলামুখী হয়ে, অথচ মন ছিল পেছনের বাজারে, ব্যবসায়ে, কিংবা দুনিয়ার চিন্তায়?
কতবার আপনি সালাতের রুকু-সিজদা করেছেন, কিন্তু অন্তর ছিল শুষ্ক, অশ্রুহীন?
কতবার আপনি নিজের অলসতা দিয়ে শয়তানকে স্বাগত জানিয়েছেন এই পবিত্র ইবাদতের ময়দানে?
আমাদের পূর্বসূরি সালাফগণ যখন সালাতে দাঁড়াতেন, তাদের রঙ ফ্যাকাশে হয়ে যেত, শরীর কাঁপত, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ত। কেন? কারণ তারা জানতেন, তারা এখন দুনিয়ার কোনো রাজপ্রাসাদে নয়—বরং আরশের মালিকের সামনে দাঁড়িয়ে আছেন।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"আমার চোখের শীতলতা সালাতে রয়েছে।"
আমরা কি কখনো সেই শীতলতা অনুভব করেছি?
আমরা কি সেই সালাতের স্বাদ পেয়েছি, যা দিয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধের মাঠেও স্থির থাকতেন?
সেই সালাত, যা জেলখানার অন্ধকার কক্ষে ইমাম আহমদ ইবনে হাম্বলকে শক্তি দিত?
সেই সালাত, যার মাধ্যমে ইবনে তাইমিয়্যাহ বলতেন: "সালাত আমার জান্নাত!"
আজ আমাদের দরকার সেই সালাত, যে সালাত আমাদের অন্তরকে জাগিয়ে তুলবে, চোখে অশ্রু আনবে, অন্তরকে আল্লাহর প্রেমে মগ্ন করবে।
একজন প্রকৃত মু’মিনের পরিচয় তার সালাতের মধ্যেই নিহিত। সালাত যেমন বিশুদ্ধ হবে, তেমনই বিশুদ্ধ হবে তার জীবন, চরিত্র এবং আত্মা।
তাই আসুন—নিজেকে প্রশ্ন করি, নিজেকে জিজ্ঞাসা করি, নিজেকে জাগ্রত করি।
সালাত আমাদের নিত্য প্রয়োজনীয় ওষুধ, আত্মার অক্সিজেন, গাফিল হৃদয়ের জাগরণ।
এটা শুধু একটি দায়িত্ব নয়—এটা একটি প্রেম, একটি সম্পর্ক, একটি আরাধনা।
সালাতের সেই প্রাচীন স্বাদ ফিরে পেতে হলে আমাদের লাগবে—খুশু, তদবির, ইখলাস এবং সততা।
আর সর্বাগ্রে চাই হৃদয়ের প্রস্তুতি—একটি বিগলিত হৃদয়, একটি আর্দ্র চোখ, একটি নরম অন্তর।
সেই অন্তর দিয়ে সিজদায় লুটিয়ে পড়লেই আল্লাহ তা’আলার রহমতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ।
লেখক: মোঃ ফয়সাল,
ছাত্র, মারকাজুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসা, চট্টগ্রাম
সাব্বির