
ছবি: সংগৃহীত।
গাজায় মানবিক সহায়তার অপেক্ষায় থাকা মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।
চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানায়, খান ইউনুসের দক্ষিণ-পশ্চিমে একটি সহায়তা বিতরণ কেন্দ্রের কাছে ছয়জন বেসামরিক নাগরিক, রাফার উপকণ্ঠে অপর একটি সহায়তা কেন্দ্রের কাছে আরও ছয়জন, এবং মধ্য গাজায় একই ধরনের এক হামলায় আরেকজন নিহত হন।
এই রিপোর্টের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ইসরায়েলের সহায়তা প্রবেশে কড়াকড়ি এবং সাময়িক যুদ্ধবিরতির মধ্যেও সহায়তা কেন্দ্রে হামলার ঘটনা বাড়ছে। ইতিমধ্যেই জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো গাজায় খাদ্যের জন্য অপেক্ষমান মানুষের ওপর এই ধরনের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতির দ্রুত পরিবর্তনের দাবি জানিয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।
মিরাজ খান