ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

বাঁচার আশা নিয়ে গাজার আকাশে ত্রাণ বিমান, বিকেলে বড় সহায়তা মিশন

প্রকাশিত: ১৬:১১, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ১৬:২৩, ২৭ জুলাই ২০২৫

বাঁচার আশা নিয়ে গাজার আকাশে ত্রাণ বিমান, বিকেলে বড় সহায়তা মিশন

ছবি: সংগৃহীত।

গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইতোমধ্যে সাতটি ত্রাণ প্যাকেট বিমান থেকে গাজায় ফেলেছে এবং “মানবিক করিডোর”-এর মাধ্যমে আরও কিছু সহায়তা প্রবেশ করতে দেবে।

আঞ্চলিক দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), জর্ডান এবং মিসর গাজায় সহায়তা পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে বলে জানা গেছে। এসব দেশের ট্রাক ও উড়োজাহাজে করে খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়ার উদ্যোগ চলছে।

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের এক কর্মকর্তার বরাতে তারা জানতে পেরেছে যে, রোববার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে ২টার মধ্যে (বাংলাদেশ সময় ৪টা থেকে ৬টা) গাজার উত্তরাঞ্চলে আরও একটি ত্রাণ বিমান ফেলা হবে।

মানবিক সাহায্য প্রবেশের এই উদ্যোগকে স্বাগত জানালেও, অনেক আন্তর্জাতিক সংস্থা বলছে, এই সাহায্য এখনও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গাজার ২২ লাখ জনগণের মধ্যে একটি বিশাল অংশই চরম খাদ্য ও চিকিৎসাসংকটে রয়েছেন। পরিস্থিতির দ্রুত উন্নয়নের জন্য তারা নিরাপদ ও স্থায়ী ত্রাণ প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান।

মিরাজ খান

×