
ছবি: সংগৃহীত।
গাজার যুদ্ধবিধ্বস্ত জনগণের জন্য বড় ধরনের সহায়তা পাঠাল মিশরের ইজিপ্টিয়ান রেড ক্রিসেন্ট। সংস্থাটি জানিয়েছে, রোববার তারা ইসরায়েল-নিয়ন্ত্রিত কেরেম শালোম ক্রসিং দিয়ে দক্ষিণ গাজায় ১,২০০ মেট্রিক টনের বেশি খাদ্য সহায়তা নিয়ে ১০০টিরও বেশি ট্রাক পাঠিয়েছে।
একটি ফেসবুক পোস্টে ইজিপ্টিয়ান রেড ক্রিসেন্ট লিখেছে, “সংকটের শুরু থেকেই আমরা সীমান্তে সক্রিয়ভাবে উপস্থিত ছিলাম, কারণ রাফা ক্রসিং মিশরীয় পাশে পুরোপুরি বন্ধ ছিল না। আমরা শুরু থেকেই প্রস্তুত ছিলাম এবং সহায়তা পৌঁছে দিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছি।”
তারা আরও জানিয়েছে, এই মানবিক কার্যক্রম পরিচালনায় তাদের ৩৫,০০০ স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন, যারা সীমান্তে সহায়তা পৌঁছানো ও সমন্বয়ের কাজ করছেন।
এদিকে গাজার মানুষের খাদ্য ও চিকিৎসা সংকট চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল সীমিত আকারে কেরেম শালোম ক্রসিং খুলে দিলেও সাহায্যের পরিমাণ এখনও প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারা।
সূত্র: দ্য গার্ডিয়ান।
মিরাজ খান