
ছবিঃ সংগৃহীত
ইসরায়েলি বাহিনী গাজার উদ্দেশ্যে যাত্রারত একটি ব্রিটিশ পতাকাবাহী মানবিক সহায়তা জাহাজ হাইজ্যাক করেছে, যা অবরুদ্ধ ফিলিস্তিনি উপত্যকার ওপর তেল আবিবের কঠোর অবরোধ নিয়ে বৈশ্বিক ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে।
শনিবার (২৬ জুলাই) ইসরায়েলি গণমাধ্যম জানায়, ‘হান্দালা’ নামের জাহাজটি গাজা উপত্যকার ওপর চাপিয়ে দেওয়া অবরোধ ভাঙার চেষ্টা করায় নৌবাহিনীর সদস্যরা সেটি জব্দ করে।
জাহাজটি ইতালি থেকে যাত্রা করেছিল। এতে ছিলেন ২১ জন নিরস্ত্র যাত্রী, যাদের মধ্যে ছিলেন আইনপ্রণেতা, চিকিৎসাকর্মী এবং মানবাধিকার স্বেচ্ছাসেবকরা।
জাহাজের ক্রুদের বরাতে জানা যায়, ইসরায়েলি নৌজাহাজ কাছে আসার কিছুক্ষণ আগেই একটি ইসরায়েলি ড্রোন জাহাজটির উপর দিয়ে উড়তে শুরু করে।
ইসরায়েলি বাহিনীর কাছ থেকে কোনো উত্তর না পাওয়ায় জাহাজের পক্ষ থেকে একটি বিপদ সংকেত (ডিস্ট্রেস সিগন্যাল) পাঠানো হয়।
জাহাজে থাকা যাত্রী হুয়াইদা আরাফ বলেন, “আমরা ইসরায়েলি নৌবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি — কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।”
জাহাজে থাকা ফরাসি ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এমা ফুরোওও নিশ্চিত করেন যে, ইসরায়েলি সেনাবাহিনী জাহাজটি জব্দ করেছে। তিনি বলেন, “ইসরায়েলি সেনারা এখন এখানে।”
অনলাইনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, জাহাজের সব যাত্রী লাইফ জ্যাকেট পরে হাত তুলে শান্তিপূর্ণ অবস্থান নেয়, যেন কোনো সংঘাত না ঘটে।
ফুরোও বলেন, “গণহত্যা বন্ধ করো।” তিনি ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলার কথা উল্লেখ করেন।
সেই সময় থেকে ইসরায়েল গাজার ওপর কঠোর অবরোধ আরোপ করে, যার ফলে মানবিক সহায়তা কার্যত বন্ধ হয়ে গেছে।
যুদ্ধ এবং অবরোধের ফলে—যা বিভিন্ন মানবাধিকার সংস্থা ‘ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের’ অভিযোগে নিন্দা জানিয়েছে—এখন পর্যন্ত ৫৯,৭০০’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
‘হান্দালা’ জাহাজে খাদ্য, ওষুধ এবং শিশুখাদ্যের মতো জরুরি সামগ্রী ছিল।
এর আগে গত মাসেও ইসরায়েলি বাহিনী আরও একটি সহায়তা জাহাজ জব্দ করেছিল, যাতে ১২ জন আন্তর্জাতিক কর্মী ছিলেন।
এছাড়া, গত মে মাসে সুইডিশ কর্মী গ্রেটা থানবার্গ অংশগ্রহণ করা গাজামুখী একটি মিশনেও ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়েছিল।
পর্যবেক্ষকরা বলছেন, মানবিক সহায়তা রোধে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে ইসরায়েল বারবার ২০১০ সালের তুরস্কের সাহায্যবাহী বহরে চালানো প্রাণঘাতী হামলার ঘটনার পুনরাবৃত্তি করছে।
সূত্রঃ তাস্নিম নিউজ এজেন্সি
ইমরান