ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

“যদি অস্ত্র হ্যান্ডেল করতেই না পারেন, তাহলে আনলেন কেন?”— বাবরকে নাসির উদ্দিন পাটোয়ারী

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৯:৩৭, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৩৭, ২৭ জুলাই ২০২৫

“যদি অস্ত্র হ্যান্ডেল করতেই না পারেন, তাহলে আনলেন কেন?”— বাবরকে নাসির উদ্দিন পাটোয়ারী

জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, “বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ও ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্যতম বড় ঘটনা হলো দশ ট্রাক অস্ত্রের চালান। আপনি যদি অস্ত্র হ্যান্ডেল করতেই না পারেন, তাহলে এসব অস্ত্র নিয়ে এলেন কেন? এই অস্ত্রকাণ্ডের কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে, আঞ্চলিক অস্থিরতা তৈরি হয়েছে।”

তিনি বলেন, “বিচারের নামে দেশে প্রহসন হয়েছে। যারা সরকারি প্রশাসনে রয়েছেন কিংবা ভবিষ্যতে যারা রাজনৈতিক নেতৃত্বে আসবেন, তাদের কাছে আমার অনুরোধ— বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত আসে, এমন কোনো সিদ্ধান্ত আর যেন কেউ না নেন।”

নাসির উদ্দিন পাটোয়ারী আরও বলেন, “আমি বাবর ভাইকে ব্যক্তিগতভাবে সম্মান করি। তিনি কারাবন্দি ও নির্যাতিত নেতা। কিন্তু আপনার এই কর্মকাণ্ড আমি সমর্থন করি না। আপনার এই কর্মকাণ্ডই বিএনপিকে ক্ষমতায় ফেরার পথ রুদ্ধ করেছে। আর সেই সুযোগে হাসিনার মতো একজন খুনী ও ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছে। গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর যে নির্যাতন, নিপীড়ন, গুলি ও রক্তপাত হয়েছে, তার দায় থেকে আপনিও মুক্ত নন। ইতিহাস একদিন আপনাকেও কাঠগড়ায় দাঁড় করাবে।”

তিনি বলেন, “আমরা শান্তি চাই, অশান্তি চাই না। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়ে।”

রবিবার দুপুর দেড়টার দিকে নেত্রকোনা জেলা সদরের পুরাতন কালেক্টরেট চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জুলাই মাসব্যাপী এনসিপির পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও বক্তব্য রাখেন ডা. তাননিম জারা, প্রীতম সোহাগ, ফাহিম রহমান খান পাঠান, রফিকুল ইসলাম আইনী প্রমুখ। এ সময় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম উপস্থিত থাকলেও তারা বক্তব্য রাখেননি।

নুসরাত

×