ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

জাবি ছাত্রশিবিরের উদ্যোগে ২১ হলে সাইকেল পাম্পার বিতরণ

জাবি সংবাদদাতা

প্রকাশিত: ১৯:৪৭, ২৭ জুলাই ২০২৫

জাবি ছাত্রশিবিরের উদ্যোগে ২১ হলে সাইকেল পাম্পার বিতরণ

ছবি: জনকণ্ঠ

শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১টি হলে সাইকেল পাম্পার বিতরণ করেছে শাখা ছাত্রশিবির। সংগঠনটির ছাত্রকল্যাণ বিভাগের উদ্যোগে রবিবার (২৭ জুলাই) কয়েকটি হলের প্রভোস্টের নিকট পাম্পার হস্তান্তরের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

 

শিবির নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রত্যেকটি পাম্পার সংশ্লিষ্ট হলে কর্তব্যরত নিরাপত্তাকর্মীর নিকট রাখা থাকবে। শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করতে পারবেন।

শাখা সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, “আমাদের ক্যাম্পাস এলাকা অনেক বড় হওয়ায় বিপুল সংখ্যক শিক্ষার্থী যাতায়াতের জন্য সাইকেল ব্যবহার করে। কিন্তু যেকোনো সময় সাইকেলের টিউব ফাঁস হলে তাদের দূরবর্তী দোকানে যেতে হয়। তাই ছেলে ও মেয়েদের প্রতিটি হলে এই ম্যানুয়াল পাম্পার সরবরাহ করেছি যেন তারা সহজেই প্রয়োজনীয় সহায়তা পান।”

 

 

তিনি আরও বলেন, “এই ছোট উদ্যোগে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আমাদের বিশ্বাস।”

ছামিয়া

×