ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

বিলীন হওয়া সেই সৈকত সড়ক পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

আবুল হোসেন রাজু, কুয়াকাটা, পটুয়াখালী 

প্রকাশিত: ২২:০৫, ২৭ জুলাই ২০২৫

বিলীন হওয়া সেই সৈকত সড়ক পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

জোয়ারের তীব্রতায় ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন করলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার। রবিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে কুয়াকাটা সৈকত রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি, এছাড়াও কুয়াকাটা পর্যটন পার্কে সামনে নির্মাণাধীন ১৩০০ মিটার মেরিন ড্রাইভ ভাঙ্গনের পরে পানি উন্নয়ন বোর্ডের শুরু হওয়া কাজের পরিদর্শন করেন তিনি। 

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিভাগীয় কমিশনার জানান, এই মেরিন ড্রাইভটি ৪ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে। এটি সমুদ্রের বালুক্ষয়ের কারণে বিলীন হচ্ছে। এই কাজে যদি কারো গাফলতি থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসীন সাদেক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়া উপজেলা উপ সহকারী প্রকৌশলী সৈয়দ তরিকুর রহমান তুহিন, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার,বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, বিএনপির সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বাবলু, জামায়াতে ইসলামীর সাবেক আমির মওলানা মঈনুল ইসলাম মন্নান,বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল,কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর সভাপতি হোসাইন আমির, বয়েস ক্লাবের সাধারণ সম্পাদক আরেফীন হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

Mily

×