
ছবি: প্রতীকী
প্রিয় পাঠক,
এই বইটা আমি লিখিনি-
লিখেছে সেইসব রাত, যেগুলোতে ঘুম আসেনি,
লিখেছে জানালার পাশে বসা সন্ধ্যারা।
আর সেই না বলা কথাগুলো-
যা মুখে আনিনি,
শুধু মনে রেখেছি।
আমার কবিতা শব্দে নয়,
নিঃশব্দে বলা অনুভূতিতে ভরা।
এখানে প্রেম আছে,
কিন্তু তা চিৎকার করে বলে না,
শুধু পাশে বসে থাকে-
একটা চায়ের কাপের মতো,
একটা চিঠির মতো,
একটা ভিজে বিকেলের মতো।
তোমারও যদি এমন কেউ থাকে-
যার কাছে কোনদিন কিছু বলা হয়নি,
তবে তুমি আমার কবিতার পাঠক নও-
তুমি এই বইয়ের কবিতার ভেতরকার চরিত্র,
তোমার নিঃশব্দতাই আমার কবিতা।
লেখক: রফিক উদ্দিন আহমেদ ডিজু (৫৬), গাইবান্ধা সদর-৫৭০০, গাইবান্ধা।
রাকিব