
পায়ে চলা মেঠো পথ গেছে দূরবর্তী ;
সে আমার প্রিয় গ্রাম নাম প্রভাকরদী।
কৃষক সেথায় ফলায় ফসল ধানে গোলা ভর্তি ;
পাকা ধান ঘরে এলে মনে জাগে ফুর্তি।
এই গ্রামে বাইশ দোয়াল, আঠারো পাড়া;
এরই মাঝে আছে অনেক ডোবা আর নালা।
শিক্ষার জন্য মাদ্রাসা আছে আরো আছে স্কুল;
বিলে-ঝিলে ফুটে থাকে শাপলা, পদ্ম ফুল।
আছে অনেক মসজিদ আর দেব-দেবীর মন্দির;
এই গ্রামে শুয়ে আছেন লেহাজ উদ্দিন পীর।
পীরের দোয়ায় ভালো আছি, আমরা গ্রামবাসী;
সুখ-দুঃখ আমরা সবাই একই সুতায় গাথি।
কবি
আশিকুর রহমান মুন্সী
স্নাতকোত্তর প্রথম বর্ষ
সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ
আঁখি