ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

রাতবিলাসী

মোসাঃ তানজিলা

প্রকাশিত: ০১:১২, ২৫ জুলাই ২০২৫

রাতবিলাসী

ছবি: প্রতীকী

উড়ে যায় ঘুম

ফুঁড়ে যায় সুখ

তুমি কভু চিনলে না

এ অভিমানী মুখ!

রাত বাজল উনষাট

তুমি জানি ঘুমে কাত

আমি তোমায় বলি কথা কত

হারিয়ে দেখি রিক্ত হস্ত,

পুরো মনন ব্যথা।

চালিয়ে যাই কথোপকথন

শুধু নিরব তুমি

আমি রাতবিলাসী বহুদিন পরে

রাতের আঁধার খুঁজি।

যে আঁধার অজ্ঞ

খুঁজে দুঃখিনীর কক্ষ

আলোয় ঘুম পাড়ায়।

তুমি তখন বেশ

আমার কাটে না রেশ

এ কেবল আমাদের

দূরত্ব বাড়ায়।

 

লেখক: মোসাঃ তানজিলা, রসায়ন বিভাগ, ইডেন মহিলা কলেজ, ঢাকা।

রাকিব

×