
ছবি: প্রতীকী
ব্যাংকিং লেনদেনে ক্রেডিট কার্ডের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। কেনাকাটা, অনলাইন পেমেন্ট কিংবা জরুরি সময়ে আর্থিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে এই প্লাস্টিক কার্ডটি। তবে এটি গ্রহণ করার আগে ব্যবহারকারীকে জানতে হবে—এই কার্ড আদৌ আপনার জন্য উপযোগী কি না।
ডেবিট ও ক্রেডিট কার্ড: পার্থক্যটা কী?
সবচেয়ে আগে বোঝা দরকার, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে মৌলিক পার্থক্য কী। ডেবিট কার্ড দিয়ে আপনি আপনার ব্যাংক একাউন্টে থাকা টাকা খরচ করেন। আর ক্রেডিট কার্ড হলো ব্যাংকের কাছ থেকে অগ্রিম ঋণ নিয়ে খরচ করার ব্যবস্থা, যা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিতে হয়।
ক্রেডিট কার্ডের বড় সুবিধা হলো, জরুরি মুহূর্তে সহজে টাকা খরচ করা যায়। অনেক ব্যাংক ১৫ থেকে ৪৫ দিন পর্যন্ত ‘ইন্টারেস্ট ফ্রি’ সময় দেয়। এছাড়াও, বিদেশ ভ্রমণে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার, বিভিন্ন সিজনাল ডিসকাউন্ট, কিস্তিতে পণ্য কেনা, এমনকি কিছু ক্ষেত্রে বীমার সুবিধাও পাওয়া যায়।
তবে এই সব সুবিধার পাশাপাশি আছে কিছু সুক্ষ্ম ফাঁদও। যেমন—হিডেন চার্জ, অতিরিক্ত সুদ এবং অপ্রয়োজনীয় খরচে প্রলুব্ধ হওয়ার প্রবণতা। যেহেতু টাকা সাথে না থাকলেও কেনাকাটা সম্ভব, তাই অনেক সময় মানুষ নিজের উপার্জনের সীমা ছাড়িয়ে ব্যয় করে ফেলেন।
ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় বিপদ হলো এর উচ্চ সুদের হার। নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করলে আপনাকে গুনতে হবে ৩০ শতাংশ পর্যন্ত সুদ। আর মাসিক বিবরণীতে অনেক সময় লুকিয়ে থাকে হিডেন চার্জ, যা না জেনে অনেকে ক্ষতির মুখে পড়েন।
খরচ কমানোর কিছু কার্যকর পরামর্শ
বিশেষজ্ঞদের মতে, কিছু সাধারণ নিয়ম মেনে চললে ক্রেডিট কার্ড ব্যবহারেও খরচ নিয়ন্ত্রণে রাখা সম্ভব
- সময়মতো পুরো বিল পরিশোধ করুন, কেবল ‘মিনিমাম ডিউ’ নয়।
- ডিউ কাটার জন্য অটো ডেবিট সুবিধা চালু রাখুন।
- কার্ড নেওয়ার সময় অফারে প্রলুব্ধ হয়ে অপ্রয়োজনীয় কেনাকাটা করবেন না।
- ক্যাশব্যাক বা ডিসকাউন্টের লোভে কোনো পণ্য কিনবেন না যেটি আপনার প্রয়োজনীয় নয়।
- বড় কেনাকাটার আগে ভাবুন—ঋণ করে তা কেনা যুক্তিসঙ্গত কি না।
সিদ্ধান্ত আপনার
ক্রেডিট কার্ড নিঃসন্দেহে একটি আধুনিক আর্থিক টুল। তবে এটি যেন আপনার জন্য ঋণের বোঝা না হয়ে দাঁড়ায়, সেদিকে খেয়াল রাখা জরুরি। কার্ড ব্যবহারের আগে এর সব নিয়ম, চার্জ ও শর্ত ভালোভাবে জেনে তবেই সিদ্ধান্ত নিন—ব্যবহার করবেন নাকি এড়িয়ে চলবেন।
সূত্র: https://www.youtube.com/watch?v=m875zgHujzI
রাকিব