
ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "গোটা জাতি বর্তমানে এক ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় আমরা একটি ট্রান্সজিশনাল পিরিয়ড অতিক্রম করে গণতন্ত্রের উত্তরণের পথ খুঁজছি।"
শনিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকায় এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও জানান, কিছুক্ষণ আগেই তিনি অংশ নিয়েছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমানের নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। বইটি শাসন ও ক্ষমতা বিষয়ক আলোচনায় প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, "বাংলাদেশ বর্তমানে এক ভয়াবহ সংকটে রয়েছে। আমরা একটি রাজনৈতিক শূন্যতা ও অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছি। এই পরিস্থিতি থেকে বের হয়ে একটি কল্যাণমুখী রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো নির্ধারণ এখন সময়ের দাবি।"
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, "তারা যে ক্ষতিটা বাংলাদেশের করে দিয়ে গেছে সেই ক্ষতিটা পূরণ এতো সহজে হবে না। তারা সমস্ত প্রতিষ্ঠাগুলোকে ধবংস করেছে। শুধুমাত্র বিচার বিভাগ, প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, বিশ্ববিদ্যালয়গুলো শুধু ধবংস করেনি। তারা রাজনৈতিক দলগুলোকেও ক্ষতিগ্রস্থ করেছে।”
আবির