ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

ফ্যাসিস্ট রাষ্ট্রপতি বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিল: নাহিদ ইসলাম

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

প্রকাশিত: ০০:৩১, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ০০:৩১, ২৭ জুলাই ২০২৫

ফ্যাসিস্ট রাষ্ট্রপতি বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিল: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকার আশাহত করেছে উল্লেখ করে বলেন, আমরা নতুন সরকার পেলেও নতুন দেশ পায়নি। আওয়ামী ফ্যাসিস্টরা এখনও লুকিয়ে আছে। শহীদ পরিবার ও তাদের স্বজনদের হুমকি-ধামকি দিচ্ছে। তারা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে।

এ সময় তিনি বলেন, গণঅভ্যুত্থানের এক বছর পরও মানুষের অধিকার আদায় হয়নি। সমাজে চাঁদাবাজ এবং সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে। এ জন্য আমাদেরকে আবারও রাস্তায় নামতে হয়েছে।

এ সময় তিনি মৌলিক সংস্কার করে জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।  

শনিবার রাতে(২৬ জুলাই) দেশজুড়ে জুলাই পদযাত্রার ২৬তম দিনে কিশোরগঞ্জে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা শেষে পুরান থানায় আয়োজিত পথসভায় এসব কথা বলেন।  

‘বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে জনতার দুয়ারে’ এ স্লোগানে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, সংগঠক (উত্তরাঞ্চল) খায়রুল কবির, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন প্রমুখ। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারাসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

নাহিদ ইসমলাম কিশোরগঞ্জের সন্তান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাম উল্লেখ না করে তাকে উদ্দেশ্যে করে বলেন, ‘আপনাদের এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার হাতে দেশ তুলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিল। এ সময় তিনি আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, জুলাই আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম, আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোন ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।

Mily

×