ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

কোনো ব্যক্তির কুকর্মের দায় দল বহন করবে না: মঈনউদ্দিন

প্রকাশিত: ২২:২১, ২৬ জুলাই ২০২৫

কোনো ব্যক্তির কুকর্মের দায় দল বহন করবে না: মঈনউদ্দিন

ছবিঃ সংগৃহীত

‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়া-৪ আসনে বিশাল গাড়িবহর নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাফেজ মো. মঈনউদ্দিন।

শুক্রবার (২৫ জুলাই) এই কর্মসূচিতে শত শত নেতাকর্মী অংশ নেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচিকে সামনে রেখে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মো. মঈনউদ্দিন।

শুক্রবার দুপুরে খোকসা উপজেলার শিয়ালডাঙ্গী সীমান্ত থেকে শুরু হয়ে শোডাউনটি খোকসা বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়। সেখানে ফুলেল শুভেচ্ছায় নেতাকর্মীরা হাফেজ মঈনউদ্দিনকে বরণ করেন। এরপর মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার বিভিন্ন হাটবাজারে লিফলেট বিতরণ ও পথসভা করেন তিনি।

শোডাউনে অংশ নেওয়া অনেকের হাতেই ছিল জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন। কর্মসূচিতে কুমারখালী ও খোকসা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

পথসভা শেষে হাফেজ মঈনউদ্দিন কুমারখালীর কয়াতে গিয়ে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন।

এ সময় তিনি বলেন, “আবরার ফাহাদ ছিলেন নির্ভীক ও নীতিবান ছাত্র। তাঁর দেশের প্রতি ভালোবাসা এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান আজ তরুণ সমাজের জন্য অনুকরণীয়। আমি তাঁর আদর্শকে হৃদয়ে ধারণ করে মানুষের পাশে থাকতে চাই, সৎ রাজনীতি ও জনসেবার মাধ্যমে দেশ গড়তে চাই।”

তিনি আরও বলেন, “কোনো ব্যক্তির কুকর্মের দায় দল বহন করবে না। অন্যায়কারী যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। আমরা ন্যায়ের পথে, জনগণের পাশে থাকতে চাই সবসময়।”

ইমরান

×