ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

তাঁর মতো বড় মিথ্যাবাদী আপনি আর কোথাও খুঁজে পাবেন না

প্রকাশিত: ১৪:১৯, ২৬ জুলাই ২০২৫; আপডেট: ১৪:২৫, ২৬ জুলাই ২০২৫

তাঁর মতো বড় মিথ্যাবাদী আপনি আর কোথাও খুঁজে পাবেন না

বাংলাদেশের পতিত সরকার শেখ হাসিনাকে বড় মিথ্যাবাদী ও অভিনেতা  বলেছেন  সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

শনিবার ২৬ জুলাই ফারুকী তার নিজের ফেসবুকে গত জুলাই মেট্রো হামলায় হাসিনার দুঃখ প্রকাশের ভিডিও শেয়ার করে এ কথা বলেন তিনি। 

তিনি লিখেন, "তাঁর মতো বড় মিথ্যাবাদী আর বড় অভিনেতা আপনি আর কোথাও খুঁজে পাবেন না! সন্দেহ হলে জুলাই মাসের মেট্রো রেল পরিদর্শন আর হাসপাতাল ট্যুরের ভিডিওগুলো একবার দেখে নিন—অবিশ্বাস্য!"

গত বছর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার সময় ভাঙচুরের শিকার মেট্রো স্টেশন । ২৫ জুলাই ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

শত শত প্রাণহানির মধ্যে মেট্রোরেল পরিদর্শনে গিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পরেছিলেন তিনি। সেদিন শেখ হাসিনা বলেছিলেন, যারা দেশের এই ক্ষতি করলো তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেছিলেন, সব মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, যেন সঠিক সময়ে পরিবারের কাছে ফিরে যেতে পারেন। এজন্য মেট্রো রেল চালু করা হয়েছিল। এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলাকারীদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন শেখ হাসিনা। তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তারা তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই।

এই ঘটনায়  রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে এবং উদোরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপকৌশল হিসেবে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে বলেও আলোচনা শুরু হয় তখন। 

 

 

সানজানা

×