ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

রাস্তা বন্ধ করলে আইনি ব্যবস্থা কী? ফৌজদারি ও দেওয়ানি সমাধান জানুন

প্রকাশিত: ২২:৩৯, ২৬ জুলাই ২০২৫; আপডেট: ২২:৪০, ২৬ জুলাই ২০২৫

রাস্তা বন্ধ করলে আইনি ব্যবস্থা কী? ফৌজদারি ও দেওয়ানি সমাধান জানুন

ছবি: সংগৃহীত।

নিজের জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করলেও অনেক সময় প্রতিবেশী হঠাৎ করেই চলাচলের পথ বন্ধ করে দিতে পারেন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কীভাবে আইনি সহায়তা নিতে পারেন, তা অনেকেরই জানা নেই।

আইনজীবীদের মতে, চলাচলের পথ বন্ধ হয়ে গেলে প্রথমেই স্থানীয় চেয়ারম্যান বা গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশের ব্যবস্থা করা উচিত। যদি সালিশে সমাধান না হয়, তাহলে পরবর্তী ধাপে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হয়।

এক্ষেত্রে ফৌজদারি আইনের ১৩৩ ধারা অনুযায়ী, জেলার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের কাছে পিটিশন দায়ের করতে হবে। পিটিশনে উল্লেখ করতে হবে যে, বন্ধ হওয়া পথটি একমাত্র চলাচলের রাস্তা এবং তার বিকল্প কোনো পথ নেই।

ম্যাজিস্ট্রেট সাধারণত থানার ওসিকে বা এসি ল্যান্ডকে তদন্তের দায়িত্ব দেন। তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন জমা দেন। সেই প্রতিবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অন্যদিকে, যেহেতু এটি ব্যক্তি অধিকারের বিষয়, চাইলে দেওয়ানি আদালতেও মামলা করা যায়। এ ক্ষেত্রে “সুখাধিকার আইন” (Easement Act) অনুযায়ী মামলা করে স্থায়ী নিষেধাজ্ঞা বা অধিকার পুনঃপ্রতিষ্ঠার আদেশ চাওয়া যায়।

আইনজীবীরা মনে করেন, মানুষের চলাচলের পথ রুদ্ধ করা তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ করার শামিল। রাষ্ট্রীয় আইন, ধর্মীয় নীতিমালা ও মানবিকতা সবদিক থেকেই এটি একটি গুরুতর বিষয়।

তাই এমন পরিস্থিতিতে ভয় না পেয়ে আইনানুগ পথে এগিয়ে গিয়ে প্রতিকার চাওয়াই হবে সবচেয়ে যৌক্তিক ও কার্যকর সমাধান।

সূত্র: https://www.youtube.com/watch?v=dPH9-XMrKSs&ab_channel=KMHAMAYAT

নুসরাত

×