
ছবি: প্রতীকী
মাত্র ৩ ইঞ্চির স্ক্রিন, কিন্তু তাতে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ভয়েস অ্যাসিসট্যান্টসহ একগুচ্ছ আধুনিক ফিচার—এমনই নতুন একটি ফোন লঞ্চ করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আইটেল (itel)। ফোনটির নাম সুপার গুরু ৪জি ম্যাক্স। দেখতে অনেকটা ফিচার ফোনের মতো হলেও এই বাটন ফোনটিতে রয়েছে স্মার্টফোন ঘরানার নানা সুবিধা।
১৩টি ভাষায় ভয়েস কমান্ড, AI অ্যাসিসট্যান্ট!
ফোনের সবচেয়ে চমকপ্রদ দিক হলো—এতে রয়েছে ইনবিল্ট AI ভয়েস অ্যাসিসট্যান্ট। হিন্দি এবং ইংরেজি ভাষায় ভয়েস কমান্ড দেওয়া যাবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ফোন কল করা, মেসেজ পড়া ও পাঠানো, অ্যালার্ম সেট করা, ক্যামেরা চালু করা, এমনকি মিউজিক ও ভিডিও প্লে করা— এসব কাজ করতে পারবেন কেবল কণ্ঠস্বর দিয়েই।
এছাড়াও ভয়েস কমান্ডেই চালু করা যাবে এফএম রেডিও। অর্থাৎ কিপ্যাড ব্যবহার না করলেও চলবে।
২০২৪ সালের উন্নত সংস্করণ, বড় ডিসপ্লে
গত বছর ভারতে যাত্রা শুরু করেছিল সুপার গুরু ৪জি সিরিজ। এবার ম্যাক্স সংস্করণে এসেছে আরও বড় ৩ ইঞ্চির ডিসপ্লে, যা ফিচার ফোন ক্যাটেগরির মধ্যে অন্যতম বৃহৎ স্ক্রিন।
শক্তিশালী ব্যাটারি ও কানেক্টিভিটি
ফোনটিতে রয়েছে ২,০০০ mAh ব্যাটারি, যা কোম্পানির দাবি অনুযায়ী, একবার চার্জ দিলে প্রায় ২২ ঘণ্টা পর্যন্ত কল টাইম দিতে পারে। রয়েছে ডুয়াল সিম সাপোর্ট এবং আধুনিক USB টাইপ-সি চার্জিং পোর্ট।
QVGA ক্যামেরা ও মাল্টিমিডিয়া ফিচার
ফোনটির পেছনে রয়েছে একটি QVGA ক্যামেরা। ব্যবহারকারীরা ভিডিও ও অডিও প্লে করতে পারবেন, রয়েছে ভিডিও প্লেয়ার ও অডিও প্লেয়ার সুবিধা। রয়েছে টেক্সট-টু-স্পিচ ফিচার, যা হিন্দি ও ইংরেজিতে জোরে মেসেজ পড়ে শোনাতে পারে।
বিশাল কনট্যাক্ট স্টোরেজ ও ১৩টি ভাষা সাপোর্ট
স্মার্টফোনটিতে একসঙ্গে প্রায় ২,০০০ কনট্যাক্ট সেভ করা যাবে এবং ৬৪ জিবি পর্যন্ত মেমোরি এক্সপান্ড করা সম্ভব। ফোনটি মোট ১৩টি ভাষা সাপোর্ট করে, যার মধ্যে রয়েছে— বাংলা, হিন্দি, ইংরেজি, তেলেগু, তামিল, মালয়ালাম, কন্নড়, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, ওড়িয়া, অসমিয়া এবং উর্দু।
দাম ও রঙ
আইটেল সুপার গুরু ৪জি ম্যাক্স ফোনটির মূল্য মাত্র ২,০৯৯ টাকা। ইতিমধ্যেই এটি ভারতের বাজারে অনলাইন ও অফলাইন— উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে। ফোনটি কালো, নীল ও শ্যাম্পেন গোল্ড—এই তিনটি রঙে লঞ্চ হয়েছে।
যারা কম দামে আধুনিক AI ফিচারসহ একটি নির্ভরযোগ্য ৪জি ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি হতে পারে আদর্শ পছন্দ।
সূত্র: এবিপি আনন্দ।
রাকিব