
ছবি: সংগৃহীত।
ইসরায়েলি সামরিক বাহিনী রোববার (২৭ জুলাই) জানিয়েছে, তারা গাজা উপত্যকায় আকাশপথে মানবিক সহায়তা সরবরাহ করেছে। এই এয়ারড্রপে ময়দা, চিনি এবং ক্যানজাত খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে বলে জানানো হয়।
গাজায় মাসের পর মাস ধরে দুর্ভিক্ষের আশঙ্কা করছেন খাদ্য বিশেষজ্ঞরা। কারণ, ইসরায়েল সেখানে সাহায্য প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে-তাদের দাবি, হামাস এই সাহায্য সরঞ্জাম নিজেদের নিয়ন্ত্রণ মজবুত করতে ব্যবহার করে।
সম্প্রতি গাজার ভেতর থেকে যেসব ছবি প্রকাশিত হয়েছে, তাতে কঙ্কালসার শিশুদের করুণ চেহারা দেখা যাচ্ছে। এসব ছবি বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছে-ইভেন তাদের ঘনিষ্ঠ মিত্ররাও যুদ্ধ থামাতে ও মানবিক বিপর্যয়ের অবসান ঘটাতে আহ্বান জানাচ্ছে।
টেলিগ্রামে দেওয়া এক ঘোষণায় ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, "মানবিক সহায়তার অংশ হিসেবে গাজা উপত্যকায় এয়ারড্রপ করা হয়েছে, যা সহায়তা প্রবেশ নিশ্চিত করার চলমান প্রচেষ্টারই অংশ।"
তারা আরও জানায়, এই মানবিক উদ্যোগগুলি গাজার ভেতরে হামাস ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের পাশাপাশি পরিচালিত হচ্ছে।
গাজায় মানবিক সংকট আরও গভীর হওয়ায় ইসরায়েল ক্রমবর্ধমান আন্তর্জাতিক নিন্দার মুখে পড়েছে। ২ মার্চ থেকে তারা গাজায় সম্পূর্ণ অবরোধ জারি করেছিল। তবে মে মাসের শেষদিকে তারা সামান্য পরিমাণে সাহায্য প্রবেশে অনুমতি দেয়।
এই সীমিত সাহায্যের অনুমতি এমন এক সময়ে এলো, যখন ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সংস্থা জানায়, ইসরায়েলি বিমান হামলা ও গুলিতে আরও অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন-তাদের কেউ কেউ সাহায্যকেন্দ্রের আশপাশে অপেক্ষায় ছিলেন।
সূত্র: দ্য গার্ডিয়ান।
মিরাজ খান