
ছবিঃ সংগৃহীত
গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় শিশুদের গ্রেপ্তার নিয়ে শিশু আইন যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কিনা, তা তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে আগামী ৫ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রবিবার (২১ জুলাই) হাইকোর্টের আইনজীবী উৎপল বিশ্বাস ও আবিদা গুলরুখ এই বিষয়ে একটি রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক এবং আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারের আটটি সংস্থাকে বিবাদী করা হয়েছে।
গত মাসে এনসিপি আয়োজিত একটি সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। এতে পাঁচটি হত্যাসহ মোট ১২টি মামলা দায়ের হয়, যেখানে ১০,১৩৭ জনকে আসামি করা হয়েছে এবং এ পর্যন্ত ৩১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৯ জন শিশু রয়েছে।
রিট আবেদনকারীরা উল্লেখ করেন, শিশুদের গ্রেপ্তারের ক্ষেত্রে ‘শিশু আইন ২০১৩’ অনুসরণ করা হয়নি এবং তাদের বর্তমান অবস্থা নিয়েও সংশয় রয়েছে। হাইকোর্ট সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
কমিটির কাজ হবে—শিশুদের গ্রেপ্তারের প্রক্রিয়ায় শিশু আইন মানা হয়েছে কিনা তা যাচাই করা, এবং বর্তমানে তারা কোথায় ও কী অবস্থায় রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে আদালতে উপস্থাপন করা।
তথ্যসূত্রঃ https://youtu.be/--WfR26hlfw?si=_mtshWxfANgs2ZBo
মারিয়া