ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

বিএনপির ইউনিয়ন সভাপতি আলমগীর হোসেনের দলীয় পদ স্থগিত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৭:৫২, ২৭ জুলাই ২০২৫

বিএনপির ইউনিয়ন সভাপতি আলমগীর হোসেনের দলীয় পদ স্থগিত

পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আলমগীর হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। আজ রবিবার, ২৭ জুলাই কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

দলীয় প্যাডে আলমগীর হোসেনকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব প্রদানের পর থেকে দায়িত্ব পালনে অবহেলা করার কারণে উপজেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক আপনার সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত করা হলো।

এ নিয়ে লালুয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ডা. আলমগীর হোসেন জানান, ১৯৭৮ সাল থেকে বিএনপি করছেন। ১৯৮৬ সাল থেকে ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। কখনো কারও সঙ্গে কটু কথা আজ পর্যন্ত বলেননি। দলের স্বার্থ ক্ষুণ্ন হয়—এমন কোনো কাজও করেননি। তারপরও দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এ নিয়ে তার কোনো নেতিবাচক মন্তব্য নেই।

উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার জানান, বিএনপির দলীয় সিদ্ধান্তে তার সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যা চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সানজানা

×