
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তরুণরা কোনো দাবি নিয়ে রাজপথে নামতে আসেনি। তরুণরা দায়িত্ব গ্রহণ করতে এসেছে।
রোববার (২৭ জুলাই) জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে নেত্রকোণায় আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘তরুণদের উদ্দেশ্যেই আমাদের জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। তরুণদের ক্ষমতায় আনার মাধ্যমেই সব শ্রেণির মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা হবে।’
জুলাই অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর সবচেয়ে বড় গণ-অভ্যুত্থান বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনার সময় দেশের টাকা লুট করে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমরা দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজপথে নেমেছি। এই পদযাত্রা দেশের একটি নতুন সংবিধানের জন্য, এই পদযাত্রা গণ-পরিষদের নিবার্চনের জন্য; যে নিবার্চনের মাধ্যমে সাধারণ মানুষ বাংলাদেশের আগামীর সংবিধান নির্ধারণ করবে।’
তিনি আরও বলেন,জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের, নাগরিকের অধিকার আদায় ও মর্যাদার জন্য কাজ করবে। আমরা জুলাই গণঅভ্যুত্থানের এক বছরে পূর্তিতে পুরো বাংলাদেশ চষে বেড়াচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি। আপনাদের দুয়ারে যাচ্ছি, আপনাদের সমস্যার কথা বলছি। জুলাই গণঅভ্যুত্থানে যে স্বপ্ন নিয়ে তরুণ সমাজ রাজপথে নেমে এসেছিল। আমাদের শহীদ ভাইয়েরা জীবন দিয়েছিল, সেই স্বপ্নের কথা সে আকাঙ্ক্ষার কথা আমরা বলছি।কারণ আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থান, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা। একটা ফ্যাসিস্ট সরকার, যে সরকার ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতিত করেছে। বাংলাদেশের বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের খুন-গুম করেছে এবং বাংলাদেশের জনগণের অধিকার হরণ করেছে। সেই সরকারের বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতা নেমে এসে গণঅভ্যুত্থান ঘটিয়েছিল।
এ সময় তিনি নেত্রকোনার নানা সমস্যার কথা তুলে ধরেন এবং আগামীতে এনসিপি ক্ষমতায় গেলে এ সকল সমস্যা সমাধান করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
সানজানা