
ছবিঃ সংগৃহীত
নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম হুমায়ূন কবির (৩৬)। তিনি পূর্বধলা উপজেলার খলিশাউর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় খলিশাউর ইউনিয়ন যুবলীগের কর্মী বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান।
জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, রবিবার সকাল ১০টার দিকে নিজ এলাকা থেকে হুমায়ূন কবিরকে আটক করা হয়। এর আগে শনিবার রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসে এনসিপির সমাবেশ ও পদযাত্রা প্রতিহতের ঘোষণা দেন।
আজ রবিবার বেলা ১২টায় নেত্রকোনা জেলা সদরের পুরাতন কালেক্টরেট চত্বরে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নোভা