ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

প্রকাশিত: ১০:৫১, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ১০:৫৩, ২৭ জুলাই ২০২৫

চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: হাসনাত আব্দুল্লাহ

ছবি- দৈনিক জনকণ্ঠ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় তিনি নিজের বাবাও দুর্নীতি করলে কোন ছাড় নয় মন্তব্য করে নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান পরিচালনা করার আহ্বান জানিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেন, এনসিপির নেতাদের ব্যক্তি ঊর্ধ্বে থাকতে হবে। অন্য দলের চেয়ে ব্যতিক্রম দুর্নীতি ও টেন্ডারবাজির বিরুদ্ধে থাকতে হবে। এ সময় তিনি নিষ্ঠাবান প্রকৃত তৃণমূল নেতাকর্মীদের জন্য জীবন দিতেও অঙ্গীকার ব্যক্ত করেন। 

তিনি ২৬ জুলাই, শনিবার রাতে দেশজুড়ে জুলাই পদযাত্রার ২৬তম দিনে কিশোরগঞ্জ শহরের পুরানথানায় এনসিপি আয়োজিত পথসভায় এসব কথা বলেন।  এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে দলীয় নেতাকর্মীরা পদযাত্রা করে পুরানথানায় গিয়ে পথসভায় মিলিত হয়। 

হাসনাত আবদুল্লাহ অন্যান্য দল থেকে (নাম উল্লেখ না করে) জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের বিভিন্ন হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ করে বলেন, এনসিপি মানুষের কল্যাণে কাজ করবে। এ জন্য তৃণমূল মানুষদের দলে যোগদানের নেতাকর্মীদের জন্য কাজ করতে হবে। পাশাপাশি রাজপথে থেকে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জানিয়েছেন। 

‘বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে জনতার দুয়ারে’ এ স্লোগানে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, সংগঠক (উত্তরাঞ্চল) খায়রুল কবির, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন প্রমুখ। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসলিম জারাসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

হাসনাত আব্দুল্লাহ বক্তৃতায় ইসরাঈল কর্তৃক ফিলিস্তিনদেরকে পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিশ্ব মানবতাসহ অন্যদেরকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন। 

জাতীয় নাগরিক পার্টির পথযাত্রা ও পথসভা শেষে ওইদিন রাত ১০টায় এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহর নেত্রকোণা জেলায় রাত্রি যাপনের উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করে। পথিমধ্যে ময়মনসিংহের নান্দাইলে দলীয় নেতাকর্মীরা পথসভায় যোগদান করেছে বলে জানা গেছে। 

নোভা

×