ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন বিমান বি ধ্ব স্তের ঘটনায় দ গ্ধ আরও ২ জনকে হাসপাতাল থেকে ছুটি দেয়া হয়েছে, এখনও স ঙ্ক টাপন্ন ৪

প্রকাশিত: ১৫:৫১, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ১৫:৫২, ২৭ জুলাই ২০২৫

মাইলস্টোন বিমান বি ধ্ব স্তের ঘটনায় দ গ্ধ আরও ২ জনকে হাসপাতাল থেকে ছুটি দেয়া হয়েছে,  এখনও স ঙ্ক টাপন্ন  ৪

ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও ২ জনকে হাসপাতাল থেকে ছুটি দেয়া হয়েছে, এ নিয়ে ঘটনাটিতে মোট ৪ জন হাসপাতাল থেকে বাসায় ফিরল। এখনও সঙ্কটাপন্ন অবস্থায় আইসিইউতে রয়েছে ৪ জন।

রোববার বেলা ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। 

 

 

তিনি বলেন, আজ কাজী আমজাদ সাইদ (২০) ও সবুজা (৪০) নামে দুইজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। আমজাদ ঘটনাটিতে উদ্ধারকারী হিসেবে কাজ করছিলেন আর সবুজার স্কুলটির কর্মচারী। 

তিনি বলেন, এখন ৩৪ জন রোগী ভর্তি রয়েছে। যাদের মধ্যে ২৮ জনই শিশু। এদের মধ্যে সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছে ৪ জন। যাদেরকে নিবির পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সিভিয়ার ক্যাটাগরিতে অর্থাৎ এদের চাইতে একটু কম গুরুতর অবস্থায় রয়েছে ৯ জন। বাকিরা অন্যান্য ওয়ার্ড ভর্তি রয়েছে। আপাতত মোট ভর্তি থাকা ৩৪ জন রোগীর মধ্যে শরীরে ৩০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে এমন রোগী আছে ৬ জন।

 

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা ভর্তি রয়েছে তাদের সাথে নিয়মিত ২ বেলা করে ইউনিট প্রধানরা কথা বলছেন এবং তাদেরকে মানসিক সাপোর্ট দেয়া হচ্ছে। চলতি সপ্তাহে আরও বেশ কয়েকজনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান ইনস্টিটিউটের পরিচালক।
এছাড়া 

এরআগে, শনিবার ছাড়পত্র দেয়া হয়েছিল শিক্ষার্থী আয়ান খান (১২) ও রাফসিকে (১২)।

ছামিয়া

×