
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা বলেছেন, মুন্সীগঞ্জে গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে কোন উন্নয়ন হয় নাই। আগামী নির্বাচনে যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি উন্নয়ন চাইবো। আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করবো।
রবিবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের ব্রাক্ষ্মণভিটা খেলার মাঠে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও দলীয় সাংগঠনিক বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজনটিতে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।
টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মোঃ আমির হোসেন দোলনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আকতার হোসেন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান অপু চাকলাদার।
শেখ ফরিদ