ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

বিস্ময়কর আবিষ্কার: এই ওষুধটি নিলে শরীরে কখনোই বাসা বাঁধবে না এইচআইভি

প্রকাশিত: ১৯:৪৫, ২৭ জুলাই ২০২৫

বিস্ময়কর আবিষ্কার: এই ওষুধটি নিলে শরীরে কখনোই বাসা বাঁধবে না এইচআইভি

ছবি: সংগৃহীত।

বিশ্বজুড়ে লাখো প্রাণ কেড়ে নেওয়া মরণব্যাধি এইডসের বিরুদ্ধে অবশেষে মিলল যুগান্তকারী প্রতিরোধ ব্যবস্থা। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস (এইচআইভি) শরীরে প্রবেশ করলে দেহের প্রতিরোধ ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। কিন্তু এবার বিজ্ঞানীরা এমন একটি ওষুধ তৈরি করেছেন, যা এইচআইভিকে শরীরে ঢুকতেই দেবে না।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) অনুমোদন দিয়েছে গিলিয়েড সায়েন্সেস নামের ওষুধ প্রস্তুতকারী সংস্থার নতুন ওষুধ ‘ইয়েজটুগো’-কে। এই ওষুধটি বছরের মাত্র দু'টি ইনজেকশনের মাধ্যমে এইচআইভি থেকে শতভাগ সুরক্ষা দিতে পারবে বলে দাবি করা হয়েছে গবেষণায়।

এটি দৈনিক ট্যাবলেট বা প্রতি মাসের ইনজেকশনের বিকল্প। ক্লিনিকাল ট্রায়ালে দেখা গেছে, ৯৯% অংশগ্রহণকারী এইচআইভি সংক্রমণ থেকে রক্ষা পেয়েছেন। ফলে এই ওষুধকে বলা হচ্ছে ইতিহাস গড়া এক উদ্ভাবন।

তবে আশার আলো দেখালেও রয়েছে কিছু বাস্তব চ্যালেঞ্জ—মূল্য কত হবে, সাধারণ মানুষ কীভাবে সহজে এই ইনজেকশন পাবে, এসব প্রশ্ন এখন বিজ্ঞানীদের ভাবনার কেন্দ্রবিন্দুতে। ইতোমধ্যে গিলিয়েড সায়েন্সেস ১২০টিরও বেশি দেশে এই ওষুধের জেনেরিক সংস্করণ তৈরির জন্য লাইসেন্স দিয়েছে এবং ২০২৬ সালের মধ্যে লক্ষ লক্ষ ডোজ সরবরাহের লক্ষ্যমাত্রা নিয়েছে।

নুসরাত

×